এই ধরনীতে সবচেয়ে মধুর শব্দটি হচ্ছে মা।
এই ধরনীর যত সুখ-সমৃদ্ধি, রঙ্গীন সৌন্দর্য্য সব মায়ের জন্যই পাওয়া।
শত দুঃখ-কষ্টের মাঝে তিলে তিলে আমাকে পরিপূর্ণ করার সবটুকু অবদান আমার মায়ের। তার জন্য-ই আজ আমি ভালোবাসা শিখেছি..............
আজ বিশ্ব মা দিবস। কিন্তু মা'য়ের জন্য কি নির্দিষ্ট কোন দিন থাকা উচিত? প্রতিটি দিন-ই মায়ের জন্য ভালোবাসা সমান হওয়া উচিত।আমাদের যাদের মা-বাবা পৃথিবীতে বেঁচে আছেন তারা দয়া করে তাদের প্রতি আপনার সর্বচ্চো আন্তরিকতাটুকু প্রকাশ করুন। এরা এমনই মূল্যবান সম্পদ,যেদিন দূরে চলে যাবে পৃথিবীর সমস্ত ধন-দৌলতের বিনিময়েও তাদের শূণ্যস্থান পূর্ণ হবে না।
পৃথিবীর সকল মায়ের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো। সকল মায়েরা তাদের সন্তাদের দ্বারা সুখে থাক যেমনি তারা তাদের সন্তানদের আগলে রেখেছিলো সুশীতল ছায়ার মতো।