প্রথমে ছবিটা দেখে ছোখে পানি চলে আসছিল মনটা এতটাই খারাপ হয়ে গেছে যে এই ছবিটা নিয়া কিছু লিখতে ও ইচ্ছা করছে না। শুধু বলব দারিদ্রতা আসলেই অনেক বীভৎস।
স্বার্থহীন ভালবাসা।যা আজ বিরল হয়ে যাচ্ছে।
ছোটবেলায় আমরা সবাই মায়ের হাতে খেয়েছি বড় বেলায় ও মা মাঝে মঝে আমাদের খাইয়ে দেন।কিন্তু আমরা কি কখনো মাকে আদর করে খাইয়ে দিয়েছি???? এই ছোট বাচ্ছাটি কে দেখুন কি পরম মমতায় ই মাকে খাইয়ে দিচ্ছে। দেখলেই মনটা ভাল হয়ে যায়।
জীবন মানেই যাদের কাছে এ শুধুই কষ্ট
আজকাল কার বাচ্ছাদের খাওয়াতে মা দের কতই না কষ্ট করতে হয়। আর অন্যদিকে কিছু বাচ্ছা দুমুটো- দুই বেলা খাওয়ার জন্য কত নিষ্ঠুর শৈশব কাটাচ্ছে। আর আমরা ও এদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারি না।
কোন ক্যাপশন দেওয়ার প্রয়োজন আছে কি?
ছবি সূএ ইন্টারনেট.... বিশেষ কৃতজ্ঞতা গুগল মামা।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬