আজকাল ইংরেজী জানাটা প্রায় একরকম বাধ্যবাদকতা হয়ে গেছে।আর ইংরেজী শিখার জন্য কত যে কোচিং সেন্টার এর পিছনে দৌড়ায় আল্লাহ্ ই জানে।আর অনেক কোচিং সেন্টার এর পিছনে দৌড়ায়া টাইম এবং টাকা দুইটাই নষ্ট। আমি নিজে ও এর একজন ভুক্তভোগী।তবে ব্রিটিশ কাউন্সিল অন্যদের চাইতে অনেক ভাল কিন্তু সম্যসা হলো ব্রিটিশ কাউন্সিল এর চার্জ অনেক বেশী।যা একজন সাধারন ছাএের জন্য অনেক সময়(বেশিরভাগ) বহন করা সম্ভব না।কিন্তু তাই বলে কি আমরা শিখব না??? হুম অব্যশই শিখব। এইবার আসি আসল কথায়।ইংরেজী শিখতে গিয়ে এমনি একটি প্রতিষ্টান পেলাম যার নাম English Exchange । এটি একটি এনজিও প্রতিষ্টান।এখানকার সব শিক্ষক ই বিদেশী।ভাই শিক্ষক কি জিনিস এইখানে না আসলে বুঝতাম নাহ্।শিক্ষক রা কতটা ফ্রেন্ডলি হতে পারে তা আমি এই খানে দেখেছি আর যা কিনা আমাদের দেশে খুব কমই দেখা যায়।
এখন কথা হলো আপনি কি ভাবে English Exchange এ ভর্তি হবেন?
এই খানে বেশির ভাগ শুক্রবারেই ফ্রি সেমিনার হয় সেখানে একটি টেষ্ট হয় ৫০ মার্কের। এর মাধ্যমে ওরা আপনার ইংরেজীর দক্ষতা যাচাই করবে।মার্কস কম পাইলে ওরা ইলিমেন্টারি করার জন্য বলে। আর ভাল মার্কস পাইলে pre-intermediate করার জন্য বলে।আপনার মোটামুটি ইংরেজীর দক্ষতা থাকলে ৫০ এ মিনিমান ৪০ পাইবেন।আর যা কিনা pre-intermediate করার জন্য যথেষ্ট।
কোর্স ফি:- ১৮০০ টাকা।
কোর্স ডিউরেশন:- ৬০ ঘন্টা।
pre-intermediate কোর্স এ মূলত হেডওয়ে'র বইটা প্রাকটিস করায়এবং সেই সাথে বিভিন্ন টপিক এর উপর লিখে আনতে বলে আর স্পিকিং প্রাকটিস করায়।
স্পিকিং এর জন্য
আবার অনেকে হয়ত ভাল লিখতে জানে কিন্তু স্পিকিং এ ভাল নাহ্।অথবা যাদের হাতে পর্যাপ্ত সময় ও নাই pre-intermediate কোর্স করার জন্য তাদের জন্য আছে স্পিকিং প্রাকটিস এর ব্যবস্থা।প্রায় প্রতি শু্ক্রবারই স্পিকিং প্রাকটিস করায়।এটা হলো মূলত স্পিকিং ক্লাব।প্রায়ই এই ক্লাবে বিদেশী গেষ্ট আসে।আর মাইকেল(পরিচালক) সবসময় থাকে। মাইকেল মূলত একজন অসট্রেলিয়ান।ক্লাবের স্পিকিং টপিক গুলো আগেই ঠিক করা থাকে।যদি ও আমি কাউকে প্রিপারেশন নিয়ে আসতে দেখিনি। আর বিদেশী গেষ্ট আসলে তারা ক্লাবের মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
ফি:-১০০০ টাকা এক বছর।
টাইম:- সন্ধ্যা ৬টার পর প্রায় দুই ঘন্টা হয়।
আবার আপনি চাইলে বিদেশি গেষ্ট দের আপনার বাসায় গেষ্ট হিসাবে রাখতে পারবেন। কিন্তু সেই ক্ষেএে বাসার কন্ডিশন ভাল হতে হবে।
আরো যা করয়া:- আই ই এল টি এস
কোর্স ফি:- ৪০০০ টাকা। , ডিউরেশন = ১৬ ঘন্টা
পার্সোনাল কোচিং এক জন হলে (১ঘ্ন্টা=৩২০টাকা, শিক্ষক -মাইকেল)
দুই জন হলে (১ঘন্টা=২৫০ টাকা)
ফেসবুক এ English Exchange
english-exchange এর ওয়েব সাইট
আহেন English Exchange এর কিছু ছবি দেখি
ইংরেজী শিখবার চান?অল্প খরচ, বিদেশী শিক্ষক, আর ফ্রেন্ডলি ইনভাইরনমেন্ট কি যথেষ্ট নয়??? তাহলে এইখানে একবার ট্রাই দিবার পারেন..
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন