এখন কথা হলো আপনি কি ভাবে English Exchange এ ভর্তি হবেন?
এই খানে বেশির ভাগ শুক্রবারেই ফ্রি সেমিনার হয় সেখানে একটি টেষ্ট হয় ৫০ মার্কের। এর মাধ্যমে ওরা আপনার ইংরেজীর দক্ষতা যাচাই করবে।মার্কস কম পাইলে ওরা ইলিমেন্টারি করার জন্য বলে। আর ভাল মার্কস পাইলে pre-intermediate করার জন্য বলে।আপনার মোটামুটি ইংরেজীর দক্ষতা থাকলে ৫০ এ মিনিমান ৪০ পাইবেন।আর যা কিনা pre-intermediate করার জন্য যথেষ্ট।
কোর্স ফি:- ১৮০০ টাকা।
কোর্স ডিউরেশন:- ৬০ ঘন্টা।
pre-intermediate কোর্স এ মূলত হেডওয়ে'র বইটা প্রাকটিস করায়এবং সেই সাথে বিভিন্ন টপিক এর উপর লিখে আনতে বলে আর স্পিকিং প্রাকটিস করায়।
স্পিকিং এর জন্য
আবার অনেকে হয়ত ভাল লিখতে জানে কিন্তু স্পিকিং এ ভাল নাহ্।অথবা যাদের হাতে পর্যাপ্ত সময় ও নাই pre-intermediate কোর্স করার জন্য তাদের জন্য আছে স্পিকিং প্রাকটিস এর ব্যবস্থা।প্রায় প্রতি শু্ক্রবারই স্পিকিং প্রাকটিস করায়।এটা হলো মূলত স্পিকিং ক্লাব।প্রায়ই এই ক্লাবে বিদেশী গেষ্ট আসে।আর মাইকেল(পরিচালক) সবসময় থাকে। মাইকেল মূলত একজন অসট্রেলিয়ান।ক্লাবের স্পিকিং টপিক গুলো আগেই ঠিক করা থাকে।যদি ও আমি কাউকে প্রিপারেশন নিয়ে আসতে দেখিনি। আর বিদেশী গেষ্ট আসলে তারা ক্লাবের মেম্বারদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
ফি:-১০০০ টাকা এক বছর।
টাইম:- সন্ধ্যা ৬টার পর প্রায় দুই ঘন্টা হয়।
আবার আপনি চাইলে বিদেশি গেষ্ট দের আপনার বাসায় গেষ্ট হিসাবে রাখতে পারবেন। কিন্তু সেই ক্ষেএে বাসার কন্ডিশন ভাল হতে হবে।
আরো যা করয়া:- আই ই এল টি এস
কোর্স ফি:- ৪০০০ টাকা। , ডিউরেশন = ১৬ ঘন্টা
পার্সোনাল কোচিং এক জন হলে (১ঘ্ন্টা=৩২০টাকা, শিক্ষক -মাইকেল)
দুই জন হলে (১ঘন্টা=২৫০ টাকা)
ফেসবুক এ English Exchange
english-exchange এর ওয়েব সাইট
আহেন English Exchange এর কিছু ছবি দেখি


