সুপ্রিয় পাঠক বৃন্দ,
সামুর সংবাদ পাঠ কইরতেছি মুই জনাব বারাক ওবামা, সবাইকে আসসালামুয়ালাইকুম/নমস্কার...(আফনার যেইডা ভাল্লাগে হেইডা লন, কুন বাইদ্ধবাধকতা নাই

~বিদ্যুৎ বিহীন ডিজিটাল বাংলাদেশ বানাইয়া এক আশ্চর্যজনক নজির স্থাপনের ইন্ডিকেশানে বাংলাদেশকে হান্দাই দিতেসে সরকার- কইসেন প্রধানমন্ত্রী ও জাতির পিতার কইন্যা তথা জাতির বোন মহামান্য শেখ হাসিনা।

~অর্থ সংকটে পইড়ছেন হাওয়া ভবন নামক বাংলাদেশের একসময়ের খ্যাতিমান মুশকিল আহ্সান সেন্টারের প্রধান দরবেশ ও সাবেক মজলুম জননেতা তারেক রহমানের অনলাইন কোম্পানি খাম্বা ডট কম।

~গত বৃহস্পতিবার রাতে আলুবৃক্ষ হইতে আলু পাড়িতে গিয়া আলুর আঘাতে পাকিস্তানের প্রেসিডেন্ট অটল বিহারী পটল তুলিয়াছেন, অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন।

~আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওসামা বিন লাদেনের শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত বইলা জানাইলেন নোবেল প্রাইজ কমিটির চিয়ারমেন শারদ পাওয়ার।

~অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ দিনের আন্তর্জাতিক ম্যাচে আছ্রাফুলের ৭৫ রানের সুবাদে প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫০ রানের পর্বতে উইঠ্যা পড়ছে, মাইকেল ক্লার্কের নাকের ডগায় চিন্তার বলীরেখা।

শিরোনাম হুইনলেন, এইবেলা কমু বিস্তারিত।

মহামাইন্ন পরধান মন্তিরি জাতির ফিতার কইন্না আমগো বাংগালি জাতির বোন শেখ হাসিনা কইসেন বিদ্যুৎ ছাড়া ডিজিটাল বাংলাদেশ বানাইয়া বাংলাদেশরে এক আশ্চর্যজনক উন্নতির দিকে হান্দাই দিতেসে সরকার


বসুন্ধরা গ্রুপের শাহ আলম সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তির নানা মুশকিল আহসানকারি সেই প্রতিষ্ঠান, দেশের এক সময়ের খ্যাতিমান মুশকিল আহসান সেন্টার খাওয়া ভবন...মাফ কইরবেন, হাওয়া ভবনের দরবেশ বাবা, মজলুম জননেতা


শ্রোতা মণ্ডলী, এখন লমু ছুট্ট একখান বিরতি, বিরতির পর কমু আন্তর্জাতিক ও খেলাধুলার সংবাদ বিস্তারিত।

[To be continued]