আগের গুলার জন্য নিচে গুতানঃ
পর্ব একঃ এক ডজন জোকস, সাথে আরও দুইটা একদম ফ্রী....



পর্ব দুইঃ আরো এক ডজন জোকস, এই বার অবশ্য দুইটা মিসিং



২৫। আমাদের ক্লাশে একবার কথা প্রসঙ্গে এক স্যার মেয়েদের প্রসঙ্গে ছেলেদের বললেন, “......এই যেমন তোমাদের বোনেরা......।” এক ছাত্রের উক্তি, “সবাই বোন না তো স্যার, কেউ কেউ ভাবিও আছে......!
২৬। ছেলে দুপুরে খাওয়া মাত্রই খেলতে চলে যাচ্ছে দেখে বাবা বললেন, “খাওয়া মাত্রই খেলতে দৌড় দেওয়া লাগে, না?” ছেলের উত্তর, “আব্বু দৌড়ে যাবনা তো, আস্তে আস্তে যাব!”
২৭। বাসায় কোন যন্ত্রের ত্রুটি দেখা দিয়েছে বলে ঠিক করার জন্য মিস্ত্রী আনতে যাচ্ছিলেন। পথে এক লোক কোথায় যাচ্ছেন জিজ্ঞেস করায় তিনি বললেন, “মিস্ত্রী ঠিক করতে যাচ্ছি।” লোকটি বিস্মিত হয়ে বলল, “এইটা কি কইলেন? মিস্ত্রীর হাত ভাঙ্গা নাকি পা ভাঙ্গা যে আপনি মিস্ত্রী ঠিক করতে যাচ্ছেন?”
২৮। চট্টগ্রামের কয়েকজন লোক তাদের কার গ্রামের বাড়িতে জমিতে ধান কি রকম হয়েছে তা আলোচনা করছে। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। একজন বলল, “এ বছর আঁরত ধান গম অইয়্যে।” ওখানে একজন ছিল উত্তর বঙ্গের, যে চট্টগ্রামের ভাষা জানেনা । লোকটার কথায় তার চরম বিস্ময়, “ধান কিভাবে গম হয়ে গেল!!!!!!”
২৯। শিক্ষক ক্লাশে বললেন, “জীবন ফুলশয্যা নয়।” এক ছাত্র বলল, “তবে জীবনের একটা রাত ফুলশয্যা.........!”
৩০। “.........রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না, আসুন শুধু প্রতিজ্ঞা করি...... শুধু প্রতিজ্ঞা...... থাকব ন্যায়ের সঙ্গে.........”
আরে বাবা এটাই তো সর্বনাশের মুল, তোমরা শুধু প্রতিজ্ঞা কর ন্যায়ের সঙ্গে থাকার, ঐ প্রতিজ্ঞা রক্ষা করার মুরোদ তোমাদের মধ্যে নেই, যার ফলে দুর্নীতিতে আমাদের দেশ ভরে যাচ্ছে!!!!!