
_ও ভাই ,
কেমন আছেন?
_কিগো ভাই অনলাইনে কেমনে কেমনে?
_অনেক দিন পর আজ , ভালো লাগে না তাই আসি না।
_আমার ও ভালো লাগে , ফেসবুক এ আর মজা লাগে না, বেশি থাকলে যা হয় আর কি।
কেমন আছেন?
_ভালো আছি কিন্তু মন ভালো নাই
_এটা তো একটা কমন ডায়ালগ, মন আর ভালো ছিল কবে!
এত সবের মধ্যে ভালো থাকতে হবে
_মাঝে মাঝে জীবন ও ভালো লাগে না, নিঃসঙ্গ...
_আসলে জীবন মানে আমরা যা মনে করি তা না, এটার অন্য একটা মানে আছে
_............ক্লান্তি
_আমাদের আসলে দেখা উচিত আমরা আসলে কার জন্য দুনিয়াতে এসেছি, আমাদের এর পরে আরও কি কি করতে হবে, আমাদের এই মুহূর্তে দায়িত্ব কি কি?......
_কার জন্য?
_অবশই নিজের জন্য।
_নেক্সট মরতে হবে, এই মুহূর্তে ক্লান্তিহীনতাই ভুগতে হবে , হা হা হা...
_আমাদের আশেপাশে যারা আরও অনেক বেশি খারাপ আছে তাদের কে দেখে অন্তত খুশি থাকা উচিত
_পারলে ভালো...
_একটা মেয়ে অথবা একটা ছোট ব্যাপার কখনও আমাদের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না।
_ হা হা হা...
_আমাদের অনেক ফ্রেন্ড এর চেয়ে আমরা কত ভালো আছি তাই না--
_অনেক দেখেছি আমি এই জীবনে করুণা, আর পেতে চাই না;
_কোনটা করুণা আমি জানি না, আমি যেটা বলছি সেটা আমার এই মুহূর্তে ফিলিংস।
_আমার কোন ফিলিংস ই কাজ করে না
_আপনার লাইফ এ কি ক্নারপান নাই তার একটা হিসেব করেন আর কি কি পেয়েছেন তার একটা হিসাব করেন, আর কি কি পাওয়া লাগবে তার একটা হিসাব করেন।
যা যা পাওয়া লাগবে তার পথে কি যা যা পান নাই তা বাধা। যদি বাধা না হয় তাহলে কেন তা পাবেন না!!
_ হিসাব করে কোন লাভ পাই না, তাই হিসাব করি না।
_ভাই, এক দিন আপনার কাছে মনে হবে নিজের হাতে লাইফটা নস্ট করেছি, মেয়ে জিনিসটা এমন কেউ পেয়ে পস্তাই কেউ না পেয়ে।
_যে পেয়েছে আর যে পাইনি , দুই জনকে তুমি কিভাবে দেখবে; কে বেশি অসুখী
_পাবার আগে হয়ত তা অনেক গুরুত্বপূর্ণ, মেয়ে লাইফ এর শুধুই একটা পার্ট, কখনই জীবনের চেয়ে বড় না।
বিয়ে হয়ে গেলেই কিন্তু বাস্তব অর্থে এর সকল দিক শেষ, তখন এটা বাদ দিয়ে আরও কত কিছু নিয়ে ভাবতে হয়।
_ যে যেভাবে দেখে, আমি এখন বিভ্রান্তির মধ্যে আছি
_বিভ্রান্তির কিছু নাই, আপনি যখন কোন মেয়েকে পছন্দ করেন তা হয় চেহারা, বা টাকা পয়সা,বা মন ইত্যাদি দুই একটা দেখে পছন্দ করেন, কিন্তু বাবা মা যখন পছন্দ করেন তখন কত কিছু দেখে একটা মেয়ে পছন্দ করেন।
_জীবনের বাঁকে সময়ের গতি এখান থেকে শুরু। তোমার মুখে এ সব কথা...
নিজের ক্ষেত্রে হইলে বুঝবা।
_ভাই জান শীত শেষ তো তাই পাগলামি ভালো হয়ে গেছে। আরে উপদেশ দিতে তো সবাই পারে। তবে আমার ক্ষেত্রে এমন হলে আমি এই কথা গুলো মনে করব। আপনাকে কথা গুলো সামনাসামনি বলার সাহস পাই না বলে এখানে বললাম, তবে সত্যি ভাইয়া আমি আপনাকে নিয়ে অনেক গর্ব করি।
কথাগুলি আমার এক বড় ভাইএর সাথে ফেসবুক এ লেখা, যে কিনা অনেক দিন ধরে একটা মেয়ে কে পছন্দ করে কষ্ট পাচ্ছে।
আগামি ১৪ই ফেব্রুয়ারী তে নিজেকে একলা ভেবে যারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি লেখা গুলো উৎসর্গ করলাম
25 Reasons Why Life Without A Girlfriend Rules!