সূত্র : দৈনিক মগবাজার
সমকামিতার রাষ্ট্রীয় বৈধতা আদায়ের লক্ষ্যে চারদলীয় জোটের সাথে যুগপৎ আন্দোলনে নেমেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সম্প্রতি দলের প্রধান অলি আহমদ বলেছেন নারী এবং পুরুষ দু’টো বিপরীতার্থক বিষয়। একে অপরের পরিপূরক নয়। তাই আগামী বাজেটের আগেই সরকারের পতন হবে। পরে এক বক্তব্যে নারী কখনোই পুরুষের জন্য যথার্ত নয় বলে জোর গলায় দাবি করেন অলি আহমদ।
তিনি আরো বলেন, “পুরুষের চাহিদা পূরণের জন্য পুরুষের বিকল্প নেই। পুরুষের এ অধিকার আদায়ের সংগ্রামে নারীকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তাই আমরা বেগম জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে আছি, থাকবো।” কেয়ামত পর্যন্ত এ আন্দোলন চলতেই থাকবে, যোগ করেন তিনি।
এ বিষয়ে চট্টগ্রামের গৌরবজ্জ্বল ঐতিহ্য থাকার পরও কেন আন্দোলনে নামছেন, এমন প্রশ্নের জবাবে অলি বলেন “ভাইরে সে দিন কী আর আছে! দিন বদলাইছে না। এক সময় শুনতাম ‘ভিতরে পঁচিশ, বাইরে পাঁচ-চট্টগ্রাম টাইগার পাস। এখন সে টাইগার পাসে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না।”
সমকামিতা নিয়ে এ আন্দোলনে দেশের জনগণ সাড়া দেবে বলে বিশ্বাস করেন অলি। তিনি বলেন, ” অ এবং আ খুব পবিত্র বর্ণ। অ-তে অলি, আ-তে আবুল! জনগণ আমাদের সাথেই থাকবে।”