রূপকথার জামদানির পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে,
কেমন কাটল ঈদ......ঈদে দেশীয় ঐতিহ্য কে সঙ্গে নিয়ে ফুরফুরা ভাবে ঈদ কাটিয়েছেন অনেকেই, শুধু মাত্র ঈদ নয়, বিশেষ বিশেষ দিন গুলো ছাড়াও আমরা সব সময়ই আছি আপনাদের পাশে। নানান ডিজাইন ও নতুন নতুন সব জামদানি পন্য নিয়ে সব সময় আপনাদের দ্বার ঘোড়ায় থাকতে চাই আমরা।
সামনে আসছে পূজা, সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আশা করছি পূজা কে কেন্দ্র করে আমরা আরও কিছু নতুন পন্য ও বিশেষ কিছু ছাড় এর ব্যবস্থা রাখবো যা ক্রেতাদের সত্যি মুগ্ধ করবে। এমন সব কথা বললেন রূপকথা জামদানির অন্যতম প্রতিষ্ঠাতা শারমিন রাবেয়া।
তিনি আরও জানান ঈদে আমাদের ভালোই কেনা-বেচা হয়েছে, তবে অনলাইনেও বেশ চাহিদা রয়েছে। ফেইসবুকে আমাদের ফ্যান পেইজ থেকেও আমরা বেশ সাড়া পেয়েছি। আর চট্টগ্রামের শো-রূমে ও চলছে কেনা-বেচা। আমাদের মূল লক্ষ ক্রেতাদের চাহিদা অনুযায়ী পন্য দেওয়া ও দেশীয় ঐতিহ্যকে রক্ষা করা। আর জামেলা বিহীন ভাবে ঘরে বসেই যাতে ক্রেতা তাঁর পছন্দ সমূহ পন্য সংরক্ষণ করতে পারে সেই দিকে দৃষ্টি রাখা। ঘরে বসেই জামদানি সংগ্রহ করার প্রক্রিয়ায় আমরা কয়েক ধরণের পে-মেন্ট সিস্টেম রেখেছি। বর্তমানে বহুল প্রচারিত বিকাশ সিস্টেম ও ব্যাংক একাউন্ট এর মাধ্যমে অথবা ক্যাশ অন ডেলিভারী।
কেও চাইলে আমাদের চট্টগ্রামের রূপকথা জামদানি শো-রূমে এসেও পন্য কালেক্ট করতে পারবেন। চাইলে ঘরে বসে আমাদের ওয়েব সাইট (http://rupkothajamdani.com/) অথবা ফেইসবুক ফ্যান পেইজ (https://www.facebook.com/Rupkotha.Jamdani) গিয়ে পন্য পছন্দ করে সঠিক কোড ও নং জানিয়ে আমাদের মেইল অথবা ফোন (+8801911-12 31 34) করলেই সারা দেশের যে কোন প্রান্তে পৌঁছে যাবে আপনার কাংখিত পন্য।
রূপকথা জামদানি ইনফোঃ
যারা চট্রগ্রাম, ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থান করছেন; শাড়ীর অর্ডার এর জন্য যোগাযোগ করুন- +8801911-12 31 34 এই নাম্বারে অথবা অনলাইনে আমাদের ওয়েব সাইটেঃ
http://rupkothajamdani.com/
এছাড়াও ফেইসবুকেও আমাদের পাবেনঃ
https://www.facebook.com/Rupkotha.Jamdani
রূপকথা জামদানি কাস্টমার কেয়ারঃ ০১৯১১ ১২৩ ১৩৪
রূপকথা জামদানি শো-রূমের ঠিকানাঃ ১ম ফ্লোর, সানমির স্প্রিং গার্ডেন, ৬৪, জামাল খান রোড, চট্টগ্রাম।
ধন্যবাদ।
শারমিন রাবেয়া
উদ্যোক্তা, রূপকথা জামদানি