
আগামী ৯ জানুয়ারি ২০১৩ তারিখে জাপান ভিত্তিক সংগঠন সাইন্স ফোরাম ২১ এর আয়োজনে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) এর সহযোগিতায় সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিজ্ঞান শিক্ষকদের নিয়ে একটি বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিজ্ঞান ক্যাম্প, সেমিনার এবং কর্মশালার সফল আয়োজনের ধারাবাহিকতায় এবারের কর্মশালাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে।
উক্ত কর্মশালায় বিজ্ঞান শিক্ষাবিষয়ক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বৈকালিক নাস্তার ব্যবস্থা থাকবে সাইন্স ফোরামের ২১'র স্পন্সারে।
এছাড়া সাইন্স ফোরাম ২১ এবং বাবিজস এর পক্ষ থেকে থাকবে বিভিন্ন উপহারসামগ্রী। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। কর্মশালাটিতে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্যও রয়েছে নানা আয়োজন। শিক্ষার্থীরা তাদের বানানো প্রজেক্ট ঐদিন প্রদর্শন করতে পারবে।
প্রতি স্কুল থেকে দুই জন করে শিক্ষার্থী একটি দলে থাকতে পারবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী দলকে পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (বাবিজস) এর পক্ষ থেকে বিজ্ঞান শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্য থাকছে বিভিন্ন বিজ্ঞান শিক্ষা উপকরণ দেখার সুযোগ।
আছিব চৌধুরী
প্রজেক্ট ম্যানেজার,সাইন্স ফোরাম ২১
কোর মেম্বার,বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি
ইমেইলঃ ac.papon@gmail.com