আমার ভাতিজা ইরফান বয়স চার। এ শহরের আরোও আট দশটা শিশুর মতোই বেরে উঠা গৃহবন্দী শৈশবের উদাহরণ।
টিভি নামক আজ বাক্স আর ঘরের চার দেয়াল তার জীবনের বৃত্ত। হিন্দি চ্যানেলে ডোরেমন তার একমাত্র সাথী।
আমি ওকে দেখি আর ভাবি আমার শৈশব ছিলো কতো দুরন্ত। সারাদিন ছোটাছুটি, খেলাধূলা আরো কত কি।
গতকাল ইরফান তার বাবার মোবাইল দিয়ে গেমস খেলছিলো হঠাৎ বলে উঠলো মে জিত গায়া আমি শব্দটা শুনে চমকে উঠলাম।
যেই শিশুটি এহনো মায়ের ভাষায় কথা বলতে পারেনা ভালো করে সে কতো সুন্দর করে অন্য ভাষায় কথা বলছে।
আমি তাকে ডেকে বললাম বাবা সবসময় বাংলা ভাষায় কথা বলবে সে আমাকে উত্তর দিলো মুঝে ছোর দো,,
বেশিরভাগ কথাই সে হিন্দি তে বলে এখন। বাহ ভাষা শহীদদের ত্যাগের কি যা ইচ্ছা তাই ব্যাবহার করছি আমরা।
দোষ টা আমাদের শিশুদের না আামদের নীতিনির্ধারকদের। ভিনদেশি চ্যানেলের আকর্ষনীয় উপস্থাপনার কাছে পরাজিত হচ্ছে আমাদের দেশি সংস্কৃতি। মুক্ত আকাশ সংস্কৃতি মানে নিজের সংস্কৃতি কে বিকিয়ে দেয়া।।