প্রশ্ন ছিলো আদিক্ষেতায় ভরা মনে
প্রশ্ন ছিলো নিঝুম দীপের জারুলের বনে
প্রশ্ন ছিলো তরুনের বুকের তাজা রক্তে
প্রশ্ন ছিলো তুচ্ছ বিষয়ে জ্ঞানীদের তর্কে ......!!
প্রশ্ন ছিলো তরুনীর অভিমানী দৃস্টিতে
কোন একদিন পথ হেটে সে ক্লান্ত মেঘের ছায়ায়
পথের ফেরিওয়ালা আজ কাজ ফেলে হয়েছে বাঁশুরিয়া
রিক্সার বেলের টুংটাং শব্দে নাচে গাছের দোয়েল.....!!
অসহায় জীবন থেকে জামিনে মুক্তির প্রত্যাশা
ব্রাত্য পিতার অবসরে হাজারো কুৎসিত দীর্ঘশ্বাস
ধারাবাহিক জীবনের বাহিরে একটু নিজেকে সুখি করা
অনিবার্য পরিনতির জন্য এ যে শুধুই অপেক্ষমাণ.....!!
প্রশ্ন ছিলো হাজারো বেওয়ারিশ পচা লাশের কাছে
মোগল সম্রাজ্য থেকে ডিজিটাল এই শহরের অলিগলিতে
ক্লান্তিকর এই জীবনের ভাজে ভাজে বড়ই সংশয়
তবুও প্রশ্নের উত্তর খুজে ফেরা এক পথিকের নিরন্তর যাত্রা .....!!!