তিতলির মাঝেই বেড়ে উঠছে আরেকটি মানুষ....
তিন মাস ধরে সে গর্ভে যত্নে আগলে রাখছে তার আগামীর সপ্ন কে.....
বাবুর নাম কি রাখবে তাও ঠিক করে রেখেছে, ছেলে হলে অভ্র আর মেয়ে হলে বিন্তি!!!
ছোট বাবু আসবে সারাটা ঘ়র জুরে দৌড়ঝাঁপ করবে তিতলি কে মা বলে ডাকবে এসব ভাবতেই তার আনন্দে চোঁখে জল আসে....
একদিন দুপুর বেলা হঠাৎ তিতলির পেট জুরে অসম্ভব ব্যাথা শুরু হলো.... দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার পরীক্ষা করে জানালো বাচ্চাটা নস্ট হয়ে গেছে....
মা হওয়া যতটা আনন্দের তার চেয়ে কত কস্ট কস্টের সন্তান হারানো তার অধিক কস্টের একমাত্র মা জাতির তা উপলব্ধি করা ক্ষমতা রয়েছে.....
তিতলি তো খবর শুনে পাগল প্রায়...কিছুক্ষণ পর পর অগ্যান হয়ে পরে....
এর মাঝেই বাচ্চা নস্ট হয়েছে বলে তার শশুর বাড়ির লোকজন তাকে গালিগালাজ করছে ... যে সময়টায় ওকে মানসিক শান্তনা দেয়াটা খুব বেশি জরুরী ছিলো.....
হায়রে মায়ের জাতি তোমারা তো বুঝো মায়ের ব্যাথা সেই তোমরা এতো নির্দয় হও কি করে.....??
এরই মাঝে তিতলির হাজব্যান্ড তাকে শশুর বাড়ি না ফেরার ঘোষণা জানিয়ে গেলো অথচ এই মানুষটি তিললির হাতটা শক্ত করে ধরে রাখায় দরকার ছিলো এই সময়ে..... !
এরকমই ঘটে আমাদের দেশের হাজারো অভাগী মায়ের ভাগ্যে ...... মেয়ের দোষ আছে বলে যেসব মহিলারা বাচ্চা নস্ট হয়েছে বলে কুৎসা রটায় সেইসব মহিলাদের মা ডাক শোনার যোগ্যতা নেই..... আর পুরুষদের কথা কি বলবো তারা তো বীজ বপন করেই খালাস ভাবে নিজেকে .... ..... যারা দুঃখে শরিক হবে তারাই যদি আরো দুঃখ দেয় কেমন হয় ব্যাপার টা তখন..... একটু ভেবে দেখি না আমরা নিজে এরকম পরিস্থিতির সম্মুখীন হলে কি করতাম....?? একটু ভেবে দেখুন....একটু বদলান নিজেকে....
বদলাতে হবে....আমাদের দৃস্টি ভংগী বদলাতে হবে...!!!