দার খোল ও কুসংস্কার সমাজ
মুক্ত করো এবার সুনীল পৃথিবী
মায়া চোঁখে নীল জলধারা একে
বসে আছে একা সপ্ন মানবী....!
আলো জেল রেখ ঘরে ঘরে
জীব জঞ্জাল করে দাও মুক্ত
মানবী যে পথে রেখেছিল পা
সে পথ হয়েছে আলোক দীপ্ত ...
ছোয়া যাবেনা তাকে কোনকালে
সীমান্ত শুধু উৎসুক দু চোখে...
সে কাঁচের চুরির ঝংকার তোলা
চঞ্চলতা ছড়ায় প্রেমিক রিদয়ে..!
ভালোবেসো তারে দুর মনে মনে
সংসার বাধিও এক জল রংয়া ছবি...
লোহার শেকলে বাধিও না তারে
সে যে সবার মনে সপ্ন মানবী .....!!!
দুপুর - ১:৩১ ২০ /৮/১৫