নতুন GREর আদ্যোপান্ত
কি কি পরিবর্তন আসছে?
১.GRE Format :
আপনি যেকোন প্রশ্ন স্কিপ করতে পারবেন । পূর্বের প্রশ্নে কিংবা পরের প্রশ্নে যেতে পারবেন যা কিনা আগে করা যেত না ।
ছবিতেই দেখতে পারছেন অনস্ক্রিন ক্যালকুলেটর দেওয়া হয়েছে যাতে খুব সহজ ভুলগুলো এড়ানো যায় । ফলে ম্যাথের সহজ কিন্তু ট্রিকি প্রশ্নগুলো আর তেমন একটা পাবেন না । এই বিষয়টা বেশ ভোগাবে মনে হচ্ছে ।
1.GRE Verbal :
সহজ কথায় ভার্বাল অংশ আগের থেকে বেশী বাস্তববাদী করা হচ্ছে ( বিপদের লক্ষণ) । Antonym এবং Analogy একদমই থাকবে না ।এর বদলে ঢুকেছে রিডিং কম্প্রিহেনশন । ফলে ৫০০০ হাজার ওয়ার্ড মুখস্থ করলেই GRE ভার্বালে ভাল করা যায় সেই দিন আর নেই । তাই বলে ওয়ার্ড মুখস্থ করার চিন্তা বাদ দিবেন না
ভার্বালে ৩ ধরনের প্রশ্ন থাকবে ।
* Reading Comprehension
* Text Completion
* Sentence Equivalence
কি কি থাকবে না :
# Analogies
# Antonyms
Reading Comprehension
রিডিং কম্প্রিহেনশনে ৩ ধরনের প্রশ্ন মোকাবিলা করার জন্য প্রস্তত হন ।
প্যাসেজ দেওয়া থাকবে ।
সেখান থেকে একটা প্রশ্ন করা হবে ।অপশন দেওয়া থাকবে । বলে দেওয়া থাকবে যেকোন একটা চ্যুজ করতে ।
আরেক ধরনের প্রশ্নে একাধিক উত্তর সম্ভব । তবে উত্তর যদি অর্ধেক হয় তবে কোন নাম্বারই পাবেন না । মেডিক্যাল টাইপ এমসিকিউ । এটাই ভার্বালের সবচেয়ে বিপজ্জনক অংশ ।
শেষের প্রশ্নে প্যাসেজ থেকে একটা প্রশ্ন করা হবে এবং বলা হবে প্রশ্নের উত্তর কোন সেনটেন্সে আছে মার্ক কর । সেনটেন্সের যেকোন অংশে ক্লিক করলেই হাইলাইট হবে ।
Text Completion
টেক্সট কমপ্লিশন অংশটা মজার এবং অনেকটা ম্যাট্রিক ইন্টারের শূন্যস্থান পূরণের মত । আপাতদৃষ্টিতে এটাই সবচেয়ে সহজ অংশ । একটা প্যাসেজ দেওয়া থাকবে । কয়েকটা গ্যাপ থাকবে । ফিল করার জন্য অপশনও থাকবে । সিলেক্ট করবেন । মূলত এই অংশে ভোকাবুলারীর দক্ষতা খুব কাজে লাগবে ।
Sentence Equivalence
এইটার সাথে এর আগের অংশের বেশ মিল আছে । একটা সেনটেন্স ফিল করতে হবে । দুইটা আলাদা ওয়ার্ড ব্যবহার করতে হবে যেন সেনটেন্স এর অর্থ একই থাকে । সোজা বাংলায় বলতে গেলে synonym এর কাহিনী । যারা antonym বাদ পড়ে যাওয়ায় নাখোশ হয়েছেন তারা এখন একটু বিজয়ের হাসি হাসতে পারেন ।
সময় বন্টন : ভার্বালে আগে ১টা সেকশন হত । ৩০টা প্রশ্ন । সময় থাকত ৩০ মিনিট । নতুন GRE অনুযায়ী ভার্বালে ২ টা সেকশন হবে । আনুমানিক ২০টা করে প্রশ্ন থাকবে । প্রতিটি সেকশনের জন্য সময় ৩০ মিনিট ।
2.GRE Quantitative :
GRE Quantitative কিংবা সোজা বাংলায় যাকে ম্যাথ বলে থাকি এখানে
বর্তমান ফরম্যাটে চার ধরনের প্রশ্ন থাকবে ।
* Multiple-choice Questions(One Answer)
* Multiple-choice Questions (One or More Answer)
* Numeric Entry Questions
* Quantitative Comparison Questions
* Data Interpretation
এদের মধ্যে Numeric Entry Question অংশটা নতুন । এখানে একটা প্রশ্নের কোন অপশন থাকবে না । সঠিক উত্তর নির্দিষ্ট বক্সে ফিলআপ করতে হবে । অনেকটা SAT এর মত ।
আর ভার্বালের মত এখানেও মাল্টিপল চয়েজ অংশটা রয়েছে । এখানেও এই অংশটাই সবচেয়ে বিপজ্জনক মনে হয়েছে ।
মোটামুটি ম্যাথের সিলেবাস একই থাকবে । তবে প্রশ্নের ধরনে পরিবর্তন দেখা যাবে । ডাটা ইন্টারপ্রিটেশন এর মত বাস্তবভিত্তিক প্রশ্নের আধিক্য থাকবে বোঝা যাচ্ছে । অ্যারিথমেটিক (পাটিগণিত) প্রবলেম কম থাকবে । ETS এর সাইট বলছে ""You'll still need to know basic math for the GRE revised General Test. The difference, however, is the increased emphasis on data interpretation and real-life scenarios. There are new types of questions that require you to show your quantitative reasoning ability.''
সময় বন্টন:
আগে ১টা সেকশন থাকত । ২৮টা প্রশ্ন । সময় ছিল ৪৫ মিনিট ।
এখন ২টা সেকশন । ২০টা করে প্রশ্ন । সময় ৩৫ মিনিট ।
3.GRE Analytical Writing :
চোখে পড়ার মত তেমন কোন পরিবর্তন নেই ।
নতুন স্কোরিং সিস্টেম :
নতুন GRE এর সবচেয়ে বিভ্রান্তিকর অংশ হল নতুন স্কোরিং সিস্টেম । শুরুতে আমারও বুঝতে বেশ বেগ পেতে হয়েছে । সংক্ষেপে বললে যা দাড়ায় তা হল আগে GRE ছিল ১৬০০ মার্কের । এখন থেকে তা হবে ৩৪০ মার্কের ।
আগে ভার্বাল এর স্কোর রেঞ্জ ছিল ২০০ থেকে ৮০০ । ইন্টারভাল ছিল ১০ পয়েন্ট করে । অর্থাৎ কেউ ৭৯০ পাবে কিন্তু ৭৯৫ পাবে না । এখন এই রেঞ্জ পরিবর্তিত হয়ে ১৩০ থেকে ১৭০ করা হয়েছে । ইন্টারভাল ধরা হয়েছে ১ পয়েন্ট ।
অর্থাৎ কেউ ১৭০,১৬৯,১৬৮,১৬৭.... পেতে পারে । খালি খাতা জমা দিলেই ১৩০
স্কোরিং এর এই নিয়ম ম্যাথ সেকশনের জন্যও প্রযোজ্য । ফলে দুইটা মিলিয়ে মোট ৩৪০ মার্কের GRE.
অ্যানালিটিকাল রাইটিং এর মার্কিং আগের মতই থাকবে । মোট ৬ পয়েন্ট । দশমিক পাঁচ পয়েন্ট করে ইন্টারভাল ।
কবে থেকে শুরু হচ্ছে নতুন GRE :
নতুন GRE শুরু হচ্ছে এই বছরের আগস্ট থেকে । যারা GRE তে ডিসকাউন্ট পেতে চান তাদের জন্য সুখবর হচ্ছে প্রথম ব্যাচের বলির পাঠাদের জন্য ৫০% ডিসকাউন্ট রাখা হয়েছে । ১৯০ ডলারের পরীক্ষা দিতে পারবেন ৯৫ ডলারে ।
যারা পুরানো ফরম্যাটে GRE দিতে চান তারা আগস্টের আগেই পরীক্ষায় বসুন ।
GRE করার খরচ :
ইউএসএ তে ১৬০ ডলার । চায়না, কোরিয়া ও তাইওয়ানে ২০৫ ডলার । বাংলাদেশ সহ অন্যান্য সব জায়গায় ১৯০ ডলার ।
কিছু দরকারী ওয়েবসাইট :
http://www.ets.org/gre
http://www.happyschoolsblog.com/
আপনাদের কাছে উচ্চশিক্ষাবিষয়ক খুব ভাল কোন সাইট থাকলে লিংক দিয়ে যান । পোস্টে যে কোন অসঙ্গতি চোখে পড়লে জানান । পোস্টটি কারও উপকারে আসলে কষ্ট সার্থক হবে।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন