গান: আমি জানলায় কুয়াশার রঙে নদী এঁকেছি ভেবে তোমায়
====================================
মাঝে মাঝে ব্যথা দিতে আসো বেশ ভালো পাই
রোদের অসুখে কার ছায়া ঘনিয়েছে এই সন্ধ্যেবেলায়
মাঝে মাঝে কান্না রোপন করতে আসো যেনো
স্বাগত জানাবো কষ্টের কার্তুজ নিয়ে এলে-ও অবেলায়
তুমি যেমনিচ্ছে আসো রাতের কার্নিভালে
আমাকে ধীরেসুস্থে পুড়িয়ে দিবে বলে প্রমিত জোছনায়
বেদনাবিলাসে হয়তোবা অন্তরঙ্গ হবে বলে
আমি জানলায় কুয়াশার রঙে নদী এঁকেছি ভেবে তোমায়
মাঝে মাঝে দেখা হলে এক হই, মাঝে মাঝে নাই
তুমি অন্য আকাশে হঠাৎ ঘুড়ি, হাতে সময়ের ছাই
ড্রয়ারে গোপন আছে নীল খাম ডায়েরী সব এলেবেলে
মেঘ ছুঁয়ে সূর্য করি আড়াল সে গোপনে এসে চলে যায়
মাঝে মাঝে আমরা চুপচাপ, চারিদিকে শুধু কাঁচের খেলনা
বোবা খেলাঘরে বেখেয়ালে অটুট শুধু সম্পর্কের স্মৃতিকান্না
পথ সব বয়েসী হয়ে গিয়েছে বেঁকে কেউ নেই বলে
আমি তার দেয়া যন্ত্রণাসুঁই গেঁথে নিয়েছি অবলীলায়
১১/৫/২০১০
================
ছবিটি আমারই তোলা। :#> জুনের ১৮ তারিখে। সেন্ত লরেন্ত নদী অববাহিকায়। এইচডিআর (HDR) করা।