অনলাইন জরিপে আমি তেমন একটা অংশগ্রহণ করি না। কদাচিৎ বিষয় পছন্দ হলে ভোট দেই। যেখানে আবার ক্যাপচা আছে সেখানে ভোট দেই না। আজ হঠাৎ করেই
যুগান্তর এর অনলাইন জরিপে একটা ভোট দিলাম। কি মনে করে আবার দেয়ার চেষ্টা করলাম। দেখতে চেয়েছিলাম একই আইপি থেকে বার বার দেয়া যায় কিনা। দেখলাম দেয়া যাচ্ছে। আর তখনই চোখে পড়লো আগের বার ভোট দেয়ার মাঝখানে আরো ছয় জন ভোট দিয়েছেন।

আমি আবার চেষ্টা করলাম।

আবার

দেখলাম প্রতিবারই ছয় জন করে ভোট দিচ্ছেন।
মত পাল্টে আবার ভোট দিলাম।

সেখানেও একই কাহিনী।

ছয়জন। ভাবলাম মতামতই পাল্টে দিই।

মতামত নাই'তে দিলাম।


সেখানেও ছয় জন। বুঝেন ঠ্যালা এবার....
হ্যাঁ / না / মতামত নেই কিংবা মোট সংখ্যাগুলোকে একবার ৬ দিয়ে ভাগ করেন। নিঃশেষে বিভাজ্য; ঠিক নীতি নৈতিকতার মতো।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৭