আপনি কি জানেন বাংলা ভাষায় ফেইসবুক প্রায় তৈরি? বাংলা ভাষায় ফেইসবুক ব্যবহার মানে বাংলা ভাষায় আপনার 'অবস্থা' জানানো বা মন্তব্য করা নয়। পুরোপুরি বাংলা ভাষাতেই সবকিছু করা যাচ্ছে এখন। শুরুতে একটু কেমন কেমন মনে হলেও আপনি শীঘ্রই এতে অভ্যস্ত হয়ে যাবেন।
ইংরেজির পাশাপাশি আপনি এখন বাংলা (অথবা অন্য যেকোন) ভাষাতেই ফেইসবুক ব্যবহার করতে পারেন। আর এর জন্য আপনাকে মাউস দিয়ে দ্রুত স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে যেতে হবে। সেখানে নিচের ছবির মতো দেখতে পাবেন। লাল চিহ্নিত স্থানে ক্লিক করে ইংরেজির পরিবর্তে বাংলা বাছাই করে নিন।
অথবা অ্যাকাউন্ট সেটিংস থেকেও পরিবর্তন করে নিতে পারেন আপনার ফেইসবুকের ভাষা।
শত শত অনুবাদকের সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজ এগিয়ে চলছে। এই দলে আপনিও যোগ দিতে পারেন যেকোন সময়। এখন ফেইসবুকে অনুবাদ প্রক্রিয়া অনেক সহজ।
বাংলা ভাষায় ফেইসবুক ব্যবহার করতে গিয়ে কোন শব্দ, বাক্য বা বাক্যাংশ যদি আপনার পছন্দ না হয় অথবা আপনার যদি আরো সুন্দর, প্রাঞ্জল ও যুৎসই অনুবাদ জানা থাকে তাহলে তা আপনি নিজেই পরিবর্তনে এগিয়ে আসতে পারেন। আপনার এই এগিয়ে আসা সাহায্য করবে দারুণভাবে।
অনুবাদ শুরু করার আগে আপনাকে ছোট একটি কাজ করে নিতে হবে আগে। আপনার ফেইসবুকে অনুবাদ অ্যাপ্লিকেশনটি সক্রিয় করে নিতে হবে। ফেইসবুকের 'অনুসন্ধান' ঘরে লিখুন translation তারপর Translation অ্যাপটি বাছাই করে এগিয়ে যান।
ভাষা হিসাবে বাংলা বাছাই করুন।
কাজ শেষ হলে আপনার ফেইসবুকের নিচে ডানদিকে খেয়াল করুন নতুন একটি আইকন যুক্ত হয়েছে। এটিই ফেইসবুকের অনুবাদ আইকন। একটু চেষ্টা করলেই নিজেই বুঝে নিতে পারবেন কিভাবে অনুবাদ করতে হয়। তাহলে শুরু করে দিন অনুবাদ।
অনুবাদের পাশাপাশি আছে ভোট করার ব্যবস্থা। আপনি নিজে ভোট করতে পারবেন। পছন্দ হলে 'টিক' আর পছন্দ না হলে 'ক্রস' চিহ্নতে ক্লিক করে ভোট করতে পারবেন। ভোটের মাধ্যমেই আসলে নির্ধারিত হয় অনুবাদ। আর আপনার অনুবাদের সংখ্যা আর প্রদত্ত ভোটের উপর আপনার মান নির্ধারিত হয়। আপনি কতটি অনুবাদ করলেন, কতটি ভোট করলেন তা জানতে পারবেন। সেই সাথে জানতে পারবেন অন্যান্য অনুবাদকের অবস্থা। আপনার সক্রিয় অংশগ্রহণে অনুবাদের এই কাজ আরো দ্রুত শেষ হবে।
যোগ দিতে পারেন অনুবাদক দলে (Translator Community For বাংলা )। আলোচনা করতে পারেন অনুবাদ নিয়ে।
অনুবাদের এই পুরো কাজটি কিন্তু স্বেচ্ছাশ্রম ভিত্তিক। তবে ফেইসবুক কর্তৃপক্ষ আপনার অংশগ্রহণের উপর ভিত্তি করে সময়ে সময়ে আপনাকে কিছু পুরস্কার দিবে!!
এই ফেব্রুয়ারিতে ভাষার মাসে আপনার ফেইসবুক হোক বাংলা ভাষায়। এক্ষুনি পরিবর্তন করে নিন আপনার ভাষা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫