পুলিশ বিভাগ নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম। শুধু কৌতুহল এর জন্য জানতে চাচ্ছি।
# পুলিশের অনেক বিভাগ আছে। এই বিভাগগুলো কি কি কাজ করে এবং কিভাবে বিভক্ত? নিয়ন্ত্রন কিভাবে হয়?
যেমন ডিবি, এসবি, পিবিআই, শিল্পাঞ্চল পুলিশ, টুরিস্ট পুলিশ, দাঙ্গা পুলিশ, মিলিটারি পুলিশ,মেট্রোপলিটন পুলিশ,
অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি),আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব),রেলওয়ে পুলিশ (জিআরপি)
জেল পুলিশ, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ।
# পুলিশে যারা চাকরী করেন তাদের অবসর বয়স কত? পুলিশ বাহিনীর র্যাংক ক্রম কি?
# কিছু মহিলা পুলিশ দেখি শার্ট প্যান্ট পড়া আবার কিছু দেখি শাড়ী পড়া, এনাদের ড্রেস ভিন্ন কেন হয়?
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬