যদিও ছবি গুলি আমি উঠাইনি কিন্তু আমার ভাল লেগেছে তাই সেয়ার করলাম ।
ডিঙি নৌকা নিয়ে খালে মাছ ধরছেন এক জেলে। ছবিটি গত মঙ্গলবার খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
চুপি চুপি খেজুরের রস খাচ্ছে কাঠবিড়ালি। ছবিটি গত মঙ্গলবার সকালে ফরিদপুর সদর উপজেলার ঈশানপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
ঘাসের মাঝে খাবারের খোঁজে ছুটোছুটি করছে একটি তিলা ঘুঘু। ছবিটি গত বুধবার সকালে পাবনা পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি :হাসান মাহমুদ
গম বোনা হবে, তাই লাঙল দেওয়া জমির মাটি মই দিয়ে সমান করা হচ্ছে। ছবিটি গত বুধবার ভোরে কিশোরগঞ্জ সদরের কাটাবাড়িয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
ভোরের আকাশে উড়ছে একঝাঁক পাখি। ছবিটি গত বৃহস্পতিবার লন্ডন থেকে তোলা। ছবি: রয়টার্স
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া গ্রাম সংলগ্ন এলাকায় সরিষার ফুলের সমারোহ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এনামুল হক
পথের ধারে ফুটে আছে বুনোফুল। ছবিটি গত বুধবার দুপুরে পাবনার সদরের নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
শোভাবর্ধন করেছে বাগানবিলাস ফুলে। ছবিটি রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট এলাকা থেকে গত বুধবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
নদীর ওপর বরফের পাতলা স্তর ভেঙে পড়ে গিয়েছিল শেয়ালটি। আর উঠতে পারেনি। পরে প্রাণহীন শেয়ালটির ঠাঁই হয়েছে বরফের আস্ত চাঁইয়ের ভেতর। জার্মানির দক্ষিণাঞ্চল থেকে ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি
পদ্মার চরে কাঠের ছোট্ট বাক্সের মধ্যে পানির জগ রেখে সেটি রশি দিয়ে টানছে এক শিশু। ছবিটি গতকাল শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার চর টেপুরাকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান