কবিদের কাছে ক্ষমা চেয়ে আজকের আমার লেখা। আমি নিজে একদমই লিখতে পারিনা। সম্প্রতি দেখলাম আমার আশেপাশে বেশ কিছু মানুষ এক ধরনের লেখা লিখছে যা নাকি কবিতা।ঊনাদের মতামত অনুসারেই সাজানো হলো লেখা গুলো।পাঠক আপনাদের উপরই ছেড়ে দিলাম তাদের লেখার বিচার করার... আমি শুধু প্রচারক.........
সম্পাদকীয়
লেখার সকল শিল্পগুণ বিচারে
আমি অবশ্যই একটি অনুচ্ছেদই হব।
তারপরও হতে পারলাম না,
আমার একটি লাইনকে-
ভেঙ্গে টুকরো টুকরো
করা হলো ।
একটি লাইনে মাত্র একটি শব্দ
কোনটিতে দুটি
আবার কোনটিতে তিনটি।
ওরা আমাকে এভাবেই
"বদলে যাও বদলে দাও"
এর মতো
পালটে দিল।
বললো.........
আমি নাকি 'কবিতা'
আমার অবশ্য
নিজেকে 'কবিতা' ভাবতে ভালই লাগছে।
অ
কবিতার ধর্মঘট
প্রেমিকার অনশন
প্রেমিক বাকরূদ্ধ
তুমি ও আমার
প্রেম যুদ্ধ
আ
বর্ণ ছটায় বিবর্ণ
অনন্ত আকাশ
চলবে.....................