সেফ হবার সাথে সাথেই ভেবেছিলাম আইসা পরলাম অথবা আমি এখন সেফ লন পান বিড়ি খান। এমন একটা মশারির বিজ্ঞাপন টাইপের একটা লেখা পোষ্ট করব। কিন্তু আমার সেই গুরে বালি! সামুর বড় বড় ব্লগারদের পোষ্টের ভেতর আমার কমেন্ট গুলুই বেমানান মনে হয়। আর পোষ্টতো অনেক পরের বেপার। এর পিছনে একটা কারন আছে। কারনটা বলি (লিখি)। তার আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি একটা নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে, মধ্যবিত্তে স্থান পাকাপুক্ত করার চেষ্টা করছি। বেশি লেখা পড়া করতে পারিনি (কোন রকম প্রাইমারি শেষ করে হাই স্কুলে কিছুদিন লেখা পড়া করেছি মাত্র)। মালয়েশিয়া এসেছি প্রায় চার বছর হতে চলল। এখানে একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপে মেশীন অপারেটরের কাজ করি। ব্লগে দেখি এক এক জন বাঘা বাঘা লেখক বাঘা বাঘা দেশ থেকে ব্লগিং করে। আর ছিটেফুটা দু'একজন মালয়েশিয়া থেকে যাও করে তারা আবার স্টুডেন্ট। এদের ভিরে নিজের পরিচয় দিতে লজ্জাই লাগে বলতে পারেন।
নিজের পরিচয় দেয়ে শেষ। এবার পোষ্ট না করার কারনটা শোনেন(পড়েন)। অনেক দিন ধরে সামুতে আছি তাই অনেক রকম পোষ্ট আমাকে পড়তে হয়েছে। কিন্তু একটা জিনিশ দেখলাম আমাদের শ্রেনির লোকেদের নিয়ে কোন লেখা পোষ্ট করলে সেখানে কোন কমেন্ট থাকে না। যাও থাকে এলিয়েনের (আমরা যে আছি প্রথম জানল) মত কথা বলে। এতে আমার ধারনা হয়ে গিয়ে ছিল আমরা আপনাদের পৃথিবীতে অচল। এটাই প্রধান কারন।
ইদানিং কিছু ব্লগারের পোষ্ট আর কমেন্ট পড়ে আমার সেই ধারনা দূর হয়েছে। তাই লেখার চেষ্টা করছি। ভাবছি ধারাবাহিক ভাবে একটা লেখা পোষ্ট করব জীবন থেকে নেয়া। এখানে আমার প্রবাস জীবনের কিছু বাস্তব চিত্র তুলে ধরব। প্রথমে মালয়েশিয়ার ডাইরি শিরনামে প্রকাশ করার ইচ্ছা ছিল পরে ভাবলাম এখানে মালয়েশিয়ার সাথে সাথে আমার জীবনের কিছু চিত্র উঠে আসবে, তাই শিরনাম দিলাম জীবন থেকে নেয়া।
আমি এখন একটু ফুরফুরে মেজাজে আছি কারন দেশথেকে খবর পেয়েছি আমার ছোটভাই অনার্সে ফাষ্ট ক্লাস পেয়েছে। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট ভাইকে নিয়ে আমার একটা বড় স্বপ্ন জরিত আছে।
অনেক পেচাল পারলাম আগামিতে পেচাল না পারার চেষ্টা করব।
(কোন কমেন্ট করার আগে আমার প্রফাইলের লেখাটা দয়াকরে দেখে নেবেন।)
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩