আর কিছুক্ষন পর মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের ম্যাচ। এ দু'দলের ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আলাদা রং...
লিগ ফুটবলে 'এল ক্ল্যাসিকো' লড়াইটা বেশ জনপ্রিয়। কিন্তু ক্রিকেটে ভারত-পাকিস্তানের প্রতিটি ম্যাচই ক্ল্যাসিক। তাই ওয়ানডে তে এ দুদলের লড়াইকে বলা যেতে পারে 'ও ক্ল্যাসিকো'। T-20'র লড়াইকে 'টি ক্ল্যাসিকো'। অভিজাত ইডেন গার্ডেনের লড়াইকে 'ই ক্ল্যাসিকো'। বিশ্বকাপের লড়াইকে 'ডাব্লিউ ক্ল্যাসিকো'।
যদিও বিশ্বকাপের লড়াইটা একপাক্ষিক! যেখানে ভারত অজেয়।
কেন? সেটা ক্রিকেট বিশ্বের এক অপার বিষ্ময়!
আজকের ম্যাচটি যেহেতু বিশ্বকাপের ম্যাচ, তাই হয়তো ইতিহাস বিবেচনায় নির্ভর হয়েই ভারতের পক্ষে বাজি রাখা যেতো। কিন্তু ম্যাচটি হচ্ছে ইডেন গার্ডেনে, যেখানে ওভার নির্দিষ্ট ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানও অজেয়।
তাই আজকের ম্যাচটা হতে যাচ্ছে ইতিহাস সেরা 'এইচ ক্ল্যাসিকো'(হিস্ট্রি)।
যদিও ম্যাচটা হবে কিনা সন্দেহ আছে! সকালে যেখানে হয়েছে এক পশলা বৃষ্টি, আকাশ এখনও মেঘাচ্ছন্ন, সন্ধ্যায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে এখনও সময় আছে, দেখা যাক প্রকৃতি কি বলে। হাজার হোক, প্রকৃতির দুর্যোগের ওপর তো আর মানুষের হাত নেই...
তবে অনেক দুর্যোগের ওপরই মানুষের হাত থাকে! লেখাটি যখন লিখছি তখনই বাংলাদেশের ক্রিকেটের ওপর এমন দুর্যোগই দানা বেঁধেছে! ক্রিকেটের নিউ সেনসেশন তাসকিন এবং সানি অবৈধ বোলিং অ্যাকশানের জন্য নিষিদ্ধ হয়েছে!
কনুইয়ের বাক পরীক্ষার ফলাফলের ওপর হয়তো কিছু বলা ঠিক নয়। কিন্তু এ ফলাফল দিতে যে নজিরবিহীন তাড়াহুড়া তাতে বিষয়টি সন্দেহ জনক!
সাধারনত এ রিপোর্ট দিতে সময় নেয় ২ সপ্তাহ, সেখানে রিপোর্ট দেয়া হলো মাত্র ৪ দিনের মাথায়??
সিআইডির ভাষায় বললে- 'কুছ তো গারবার হ্যায় ই'!
এটা কি বাংলাদেশ-ভারত ম্যাচের আগেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলার চেষ্টা?
সে যাই হোক, আমি এখন ফিরছি ভারত-পাকিস্তান ম্যাচে। জানি না বৃষ্টির কারনে সে 'এইচ ক্লাসিকো' হবে কিনা?
তবে এটা জানি এই মুহুর্তে বাংলাদেশকে নিয়ে যে খেলা চলছে সেটাও গুরুত্ব বিবেচনায় কম নয়! এটা 'জে ক্ল্যাসিকো' বা জাউরামি ক্ল্যাসিকো!
হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন আমরা জাউরামি ক্ল্যাসিকোই দেখছি...
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৭