একজন অভিজিৎকে পাওয়া যে কি পরিমাণ সৌভাগ্যের তা এই মরার দেশ বুঝলনাএকজন অভিজিৎকে বক্ষে ধারণ করে নিজের আলো বাতাস দিয়ে গড়ে তোলা যে কি গর্ভের তা বাংলামা ভাল করে জানল না।তার আগেই কিছু নর্দমার কীট তার সেই সন্তানের জীবন প্রদীপ নিবিয়ে দিল।
আফসোস এইটাই,এই দেশ তার বক্ষে কিছু নর্দমার কীটদের লালন করে!
প্রিয় দেশ,কিভাবে সহ্য কর ওই নর্দমার কীটদের প্রতিটা ধারলো পদক্ষেপ?কিভাবে গ্রহণ কর ওদের প্রতিটা বিষধর নিশ্বাস?ওদের পচে যাওয়া নষ্ট পুঁজযুক্ত দুর্গন্ধময় প্রতিটা কথা শ্রবণ কর কিভাবে!
যারা তোমাকে ভালবাসে,সেই ভালবাসার টানে তোমার বক্ষে ফিরতে যায় সেই কৃতি সন্তানদের কর অবহেলা,তাদের দাও বিষধর ছোবল,হয় নীলাভ পরিণতি!
বিশ্বাস কর,এই স্বপ্ন বুকে ধারণ করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেননি আমাদের সুর্যসন্তান বীর মুক্তিযোদ্ধারা।তবে কেন এমন হচ্ছে?
এবার তোরা মানুষ হরে শুয়োরের বাচ্চারা!একবার তোরা মানুষ হয়ে মানুষের দৃষ্টি দিয়ে মানুষের দিকে তাকা।