আমি ভাল আছি,আমার বেড়ালটাও ভাল আছে।যদিও মাঝেমধ্যে বড্ড যন্ত্রণা দেয়।
মন সঙ্কচিত হলে পাহাড়ের কাছে যাই বিশাল হতে।মনে আবিশুদ্ধতা জমা হলে গাছের কাছে ছুটে যাই বিশুদ্ধতা গ্রহণ করতে।যন্ত্রণা হলে বিশাল সমুদ্রের কাছে যাই,স্নান করে সব ভাসিয়ে দিয়ে আসি অথৈ জলে।
মানুষ পোড়া গন্ধ আমার নাকে এসে পৌঁছায় না। প্রতিবাদ!আহা,নাক সিটকাই।রাজনীতি আমি পছন্দ করি না।
আর বাংলাদেশের রাজনীতি,ওরে নারে,অবশ্যই না!
মানুষ পোড়ছে,এগুলা নষ্ট রাজনীতির ফল।আমি এসবে নেই বাবা।
যারা পোড়ছে তাঁরা রাজনীতির বলি, মানুষ না!(নিজের আপনজন কারো ক্ষতি হলে অন্য কথা)।
এসব নিয়ে কথা বলাতে আমার ইচ্ছে নেই।
বাংলাদেশের রাজনীতির মধ্যে পলিটিক্স ডুকে গেছে!রাজনীতি ভাল নেই,বাংলাদেশ ভাল আছে,
সাধারণ মানুষ ভাল নেই।তাতে আমার কি!
আমি নিজেকে সাধারণের মধ্যে একজন মনে করি না।আমার অবস্থান অসাধারণে!
হাঁ,আমার বেড়াল ভাল আছে।