শার্লি এব্দোর একটা কপির জন্যে পরিচিত একটা ম্যাগাজিন এর স্টলে বলে রেখেছিলাম গত মঙ্গলবার ।বুধবার দিন নিচিন্ত মনে হেলেদুলে বেলা ১ টার দিকে গিয়েছিলাম আমার কপিটি নিয়ে আসার জন্যে। আমাকে দেখার পরপরই আমি কিছু বলার পুর্বেই দোকানি বলে উঠলেন "আমি খুবই দুঃখিত তোমার কপিটি রাখতে পারিনাই বলে।কি করব বল,একজন এসে এমন ভাবে জেঁকে ধরল যে না দিয়ে পারিনি।দেখ,আমি আমার নিজের জন্যের কপিটিও রাখতে পারিনি।তুমি আমার পরিচিত বলে মনে করলাম তোমাকে আমি বললে বুঝবে।সামনের শুক্রবারে তোমার জন্যে যেভাবেই হোক একটি কপি আমি রাখব এসে নিয়ে যেও।" আমাকে দেখাল ঐদিনের সব কপিতো শেষই,এর মধ্যে ২৫০ জনের উপরে সামনের দিনের জন্যে অর্ডার করে গেছেন,সে তখন আর কোন এডভান্সে অর্ডার নিচ্ছে না।যাইহোক শুক্রবারেও কপিটি আমার হাতে এসে পৌঁছেনি।অবশেষে আজ একটু পূর্বে কপিটি হাতে পেলাম।
এখন কিছু জ্ঞান কপচাই!
যেখানে আগে শার্লি এব্দো ১ লক্ষের অনেক কম ছাপা হত পূর্বে,সেখানে একসাথে ৩০ লক্ষ কপি ছাপা করেও কোলানো সম্বভ হয়নি,শার্লি এব্দো-র সম্পাদক পরবর্তীতে আরও ২০ লক্ষ কপি মুদ্রণ করছেন,তাহলে সব মিলিয়ে হল ৫০ লক্ষ কপি।এর পরেও শুনেছি আরও মুদ্রণের নির্দেশ দিতে পারেন।
কবে মাথামোটা ছাগলের দলেরা বুঝবে অস্ত্র,হুমকি, বর্বরতা আর হত্যা দিয়ে কলম আর মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে দমানো যায় না।কারো কাছে কোন কিছু পছন্দ না হলে,এর জন্যে তাকেও কলম আর আইনের মাধ্যমেই লড়ে যেতে হবে।
আজ শার্লি ৫০ লক্ষ কপি মুদ্রণ করেও হচ্ছে না;এখন শুধু ফ্রান্সে মুদ্রিত হচ্ছে,অদূর ভবিষ্যতে যে এটা ইউরোপ এর অন্যান্য দেশ সহ সারা বিশ্বের আরও অনেক দেশে মুদ্রিত হবে না তা কি কেউ বলতে পারবে?
তাহলে এই বর্বরতা দিয়ে কি ফলাফল হল,আগে যারা শার্লি এব্দো পড়ত না,এমনকি এটা সম্বন্ধে জানতো পর্যন্ত না,তারাও এটা পড়বে।শার্লি এব্দোর জনপ্রিয়তা আরও কয়েক হাজারগুণ বাড়িয়ে দেয়া হল।
এই ভণ্ড বর্বরের দলেরা যদি এটা উপলব্দি করতে পারত,তাহলে পৃথিবীতে পুরোপুরি না হোক অনেক শান্তি আসত এটা নিঃসন্দেহে বলা যায়।তবে এইসব বর্বরদের এটা বুঝার মত সামান্য পরিমাণ গিলু আছে কিনা তাতে আমার ঘোর সন্ধেহ আছে।
আমরা কবে যে ধর্মের লেবাসে নিজেদের প্রথমে পুরোপুরি না ডেকে,নিজেকে সবার প্রথমে একজন মানুষ হিসেবে পরিচয় দিতে শিখব!
সতর্কীকরণঃঅনুভূতিতে আঘাত নিজ দায়িত্বে পাবেন