স্যার, আর কোন মধ্যবয়সী পছন্দসই ক্যারেক্টার মিলছে না।
-অডিশান নেয়া হয়েছে ক 'জনের?
- আটাশ। সিকুয়েন্সে মিলছে না। যাদের মিলছে বোঝা যাচ্ছে এদের নিলে অনেক এন জি শর্ট নিতে হবে।
-সিকুয়েন্স চেঞ্জ। একটা মেয়ে নাও।যুবতি মেয়ে। ব্যাচেলর।
-ক্যারেক্টারাইজেশান?
- বোরখা পড়া। মুখ খোলা। মুসলিম। মূল ক্যারেক্টার যেহেতু হিন্দু ... সাম্প্রদায়িক প্রীতি হাহা..!
- স্যার, কাস্ট করছি যুবতি মেয়ে তাও আবার বোরখা পরা? দর্শক বিরক্ত হবেনা?
- তুমি কি পণ্যকে হাইলাইট করতে চাও না পণ্যাকে রিপ্রেজেন্ট করতে চাও?
-দুটোই।আমি বলিকি মেয়েটা কস্টিউম হিসেবে এরোয়টিক কিছু পড়ুক, এবং সেরকম কিছু করুক।
-জোর করে?
-না এরকম একটা ক্যারেক্টার হতেই পারে মেয়েটা একটু হট......দেখতে...
- দর্শকদের বোকা বানাতে চাও? দর্শক বোকা নয়। এটা উগ্রতা। ইল্যুশান দিতে হবে সেন্স নাড়া খাবে। মনে থাকবে ভালো লাগবে বারবার দেখতে চাইবে। সহজ কাজ, ন্যাচারাল কিছু করো। স্বাভাবিক। মাথা খাটাও। বিজ্ঞাপন। হাহ!.............. সরাসরি দেখার চেয়ে গোপন - শরীর দেখার মাঝে নিষিদ্ধ ভালোলাগা আছে।
কামনায় পাপবোধ না থাকলে সেটা উপভোগ্য হয়না।
-স্যার, কি করবো? ...........স্যার আপনার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনা আতসি কাচ...কোন
হিন্টস.....স্যার?
!
-ডিটেইলস। বোরখা পরাও। নিচে শাড়ি পরাবে। মুখ খোলা রাখো। প্রথম ও দ্বিতীয় ক্যারেক্টার নিয়ে সে কামড়ায় প্রবেশ করবে। সিকুয়েন্স অনুসারে -প্রথম ও দ্বিতীয় ক্যারেক্টার মধ্যবয়সী স্বামী- স্ত্রী। মেয়েটা পোশাক পাল্টাবে,বোরখা খুলবে, শাড়ির আঁচল খসে পড়বে, তাঁর লাল গিলাফে মোড়া মিনার ও ফর্সা পেট দেখা যাবে। এক ঝলক। খুব স্বাভাবিক। যেমন মেয়েদের হয়। ব্লাউজটা স্লিভলেস, লাল টকটকে, খয়েরি বা সাদা - নীলও হতে পারে। গাঢ়....... কাট!!
-স্যার! ......