সুধী ব্লগার/ পাঠকদের প্রথমেই বলে রাখা ভাল আমি কোন কালেই বড় কলেবরে লেখা লিখিনি । আমার লেখা লেখি সাকুল্যে S.S.C./ HSC 'র বাংলা রচনার মধ্যে সীমাবদ্ধ । তাই HSC পাশের পর সেই রচনা লেখার প্রতিভাও (?) শুকিয়ে তলানিতে ঠেকতে চলেছে । পড়াশুনার দিক থেকে আমি পুরকৌশলী । তবে প্রকৌশল চচা না করতে করতে ওই ড্গান শুন্যের কোঠায়


বত্র্মানে এক আন্তজাতিক সংস্হার হয়ে রোহিংগা শরনাথী শিবিরে প্রকল্প প্রোকৌশলী হিসেবে এসেছি টেকনাফ এ । এখানে মায়ানমার থেকে আগত শরনাথীদের মানবিক সাহায্য যথা: স্বাস্হ্য - চিকিৎসা , পানি-পয়নিস্কাশন, আবাসন এবং যাতায়াত অবকাঠামো নিমান, পরিচালন এবং রক্ষনবেক্ষন করছি ।
এখানে আশার আগে আমার কাছে মায়ানমার, রোহিংগা, শরনাথী, শব্দগুলো শুধুই শব্দ ছিল । কোন এক সময় একই দেশের অংশ থাকা সত্বেও মায়ানমার আমাদের কাছে (অন্তত: আমার কাছে ) একটা খুব রহস্যাবৃত দেশ । দেশটা সম্পকে আমি খুবই কম জানতাম ।
এই ধারাবাহিক লেখায় আমার মত অনেকেই যারা আছেন তাদের তৃষ্ঞা কিছুটা হলেও পুরন করতে চাই ।
সেই সাথে প্রায় ৪ মাস কালীন সময়ে আমার এই অঞ্চলে পরিবার-পরিজনহীন অবস্থানকালীন সময়ের নানা সুখ-দু:খের স্মৃতি, ভিন্নজীবনাচরণ, মানুষ, প্রকৃতি, পরিবেশ, ভ্রমণ -সবকিছু নিয়েই লিখতে চাই ।
প্রিয় পাঠক- আপনার মন্তব্য, অনুপ্রেরণা, সমালোচনা আমাকে উৎসাহ যোগাবে । লেখা ও তথ্যের ভুল সংশোধনে দয়া করে কারপন্য করবেন না ।
আর হ্যাঁ !
মাত্র একমাস আছি টেকনাফে..। টেকনাফ-সেন্টমাটিন বেড়াতে চাইলে সু-স্বাগতম ।