
এটি সৃষ্টিকর্তার এক অপরূপ আশ্চার্য্যজনক সৃষ্টি। যা’ হাজার হাজার মানুষ দেখার জন্য প্রতিদিন ভিড় জমাচ্ছে।
সাধারণ সাপ দেখলে যে কোন মানুষই ভয়ে আৎকে উঠে। কিন্তু একটি সাপের একসাথে ৫টি মুখ, ৫টি মাথা ও ১০টি চোখ দেখলে বা শুনলেই শরীর শিহরে উঠার কথা।
আর সেরকম একটি বিষধর সাপ যদি এভাবে ফনা তুলে কারও সামনে পড়ে তাহলে সে যত দুঃসাহসিক হোক না কেন সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয়ে দাঁড়াবে- এটাই বাস্তব।
এই অদ্ভুদ প্রকৃতির ৫মুখ, ৫ মাথা ও ১০ চোখ বিশিষ্ট সাপটি সত্যি সতি ধরা পড়ে কাতারের দোহার শহরের একটি পার্কে।
বর্তমানে সাপটি দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় উপলব্দি করা যাচ্ছে কাতারের চিড়িয়াখানায়।
এ ভয়ংকর বিষধর সাপটি কাতার সরকারের কাছ থেকে অধিক মূল্য দিয়ে ক্রয় করার জন্য আমেরিকা প্রস্তাব করেছে।
তারা পৃথিবীর অনেক আশ্চর্য্য জনক প্রাণীর মতো এটি একটি আশ্চার্য্যজনক প্রাণী হিসেবে সংরক্ষণ করার জন্য তাদের দেশের চিড়িয়াখানায় স্থান দেওয়ার চিন্তা-ভাবনা করছে।
হিন্দু ধর্ম অবলম্বনকারী কোটি কোটি মানুষের মত- এটি তাদের দেবতার মতো।
ভারত সরকার তাই এই দেবতাকে দেড় কোটি রুপি দিয়ে নিতে কাতার সরকারের কাছে তাদের আকুতি জানিয়েছে।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১২