হয়তো আমি থাকবোনা এই পটে ,
হাঁটবো না আর সন্ধ্যা নদীর তটে ,
হয়তো আমি হাঁটবো একা একা ,
শুকনো পাতা থাকবে অনেক রাখা ,
মরমরিয়ে উঠবে যখন ব্যথা ,
থাকবে নাকো তুমি জানি সেথা ,
নাম ধরে কেউ ডাকবে না যে মোরে ,
মধুর সুরে মনটি উজাড় করে ।
ঋতুর পরে আসবে ঋতু নতুন নতুন ঢঙে ,
ফাগুন মাসে সাজবো না যে বাসন্তীরও রঙে ।
উড়ছে জীবন উড়ছে শুধু শুকনো পাতার মতো !
এঘাট থেকে ওঘাট করে চলছে অবিরত !
হয়তো আমি থাকবো না আর এই শহরের ভিড়ে ,
খুঁজেও আমায় পেতে পারো সন্ধ্যা নদীর তীরে ।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৮