ঐ তো পাটনী দ্বীপ হাতের বা দিকে ।
পশুর নদীর মোহোনায়।
দুরে আরো দুরে চলে যাবো।
অনেক দুরে নিস্তব্দ মান্দারবাড়ীয়ার বেলাভুমিতে
যেখানে হরিনীর পিছু দৌড়ে বেড়ায় ক্ষুধার্ত বাঘ।
বালুকাবেলায় যাদের ছুটন্ত পদচিন্হ একে দেয়া।
পাশে যার কেয়া বনের ঝাড় আর তীরে যার নদী আর সাগরের ঢেউ।
আর শহরে দৌড়ে যাচ্ছে কিছু মানুষ রুপী পশু।
যাদের পায়ের চিন্হ থাকেনা, থাকে কামনার লোলুপতা
চোখে মুখে আকা। কংক্রিটের দালান আর পীচ ঢালা রাস্তায়
ছুটে বেড়ানো হিংস্রতর পশুর দল ,এখন আর রাত নয়
প্রকাশ্য দিবালোকে।
তাই বলি হে বিধাতা একটিবার
বলে দাও আমাকে কোথায় আমি নিরাপদ !