অপঠিত অনেক অপরিচিত কথাগুলোই
ঘুরে ফিরে মাথায় হুঙ্কার তুলে যায় আজকাল
খুব বেশি স্তব্ধ হবার জন্যই এতকাল অস্থির ছিলাম বোধহয়…
শ্যামল বিকেলে হীরের মতো সময়গুলো যে ভালোবাসার-
বাসগৃহে ফেলে এসেছিলাম,
তা’র সবটুকুই এখন ‘ভুলময়’ মনে হয়
বোধহয় এই ছিলো…
অতলের তল খোঁজে,
বেনারসের ঘাটে বসে থাকা শুধু ফুলদাসীকেই মানায়-
আমায় সেখানে শোভা পায়না।
অশোভার শোভাযাত্রায় যে, পা আমার কোনদিন পড়েনি-
সে পথ এখনও অপঠিত,
অপরিচিত ভুলময় মনে হয়
নব জাগরণের জাগরণী পথে আমার অভিমানী
পোস্টার যখন ছেঁয়ে গেছে গলি-ঘুপচির দেয়াল
ঠিক তখনও সন্ধ্যের দ্বীপে নিজেকে আলোর প্রজাপ্রতি ভেবে-
উড়িয়েছি তোমার উড়ন্তকাল।
অনেক অপরিচিত কথাগুলোই
ঘুরে ফিরে মাথায় হুংকার তুলে যায় আজকাল
দিনের পাখনায় পালকের রাজ্যে যখন তোমাদের বেলাভোর
স্মৃতির গ্লাসে তখন মিষ্টি চুমুকে আমার চিন্তানৃত্য-
শুধু আনমনে ভেবে যাই আর কতখানি বাকী রয়েছে অস্থির এই পথডোর
তা’র সবটুকুই এখন ভুলময় মনে হয়,
বোধহয় এই ছিলো…
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৬ রাত ১১:২৬