তোমাদের কবিতাগুলো বড্ড বেহায়া;
স্মৃতিকে বিবসন করে দেয়
আবেগের দেয়ালে নীল বোতামের ঘর;
অর্ধ নির্মিত চোখ পাপের তুরুপ তাস!
____যেন সব ছকে আঁকা
____কোলা ব্যাঙের অভিমানে, সাপের নগ্ননৃত্য
____তোমাদের কবিতা আচড় কেটে যায়
____এই পথে, ওই পথে।
বাহারী হাইহিল, অধরায় কালো তিল, শব্দ নগরের ভিক্ষুক
____বেওয়ারিশ কামে ভেজা ঠোঁট, অবৈধ জারজ বৃত্তান্ত
পাখোয়াজ আগুন, এবং পকেট ভর্তি হিংসা!
সব কিছুতেই কবিতা লেগে আছে।
তোমাদের কবিতা গুলো লজ্জাহীন
রাত-বিরাতে মনাদের হানা; অসম্পূর্ন পাঠোদ্ধার
সমঝদার পাঠকের পৈতা অথবা টিকি
____বোম্বে সার্কাসের চেয়েও জনপ্রিয়!
____এই হাতে ওই হাতে
ফ্যাল ফ্যাল দৃষ্টি, অবাক কিংবা নির্বাক
কু-দৃষ্টিতেও কবিতা লেগে থাকে।
আয়না একটা উঠোন যেন, পা ফেলে গেলেই বিখ্যাত হবার সম্ভবনা
কবিতা গুলো বড্ড বেহায়া।
_____________________________________________
♣ রচনাকাল:
৫ ফেব্রুয়ারী-২০১৪
সুসং নগর, মাধবীলতা বিল্ডিংস্
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩