শ্রাবণের প্রলোভনে কেটেছে দিবস-দিন,
এবেলা ওবেলা সেবেলা সাঁঝবেলা সারাবেলা
সব বেলা পড়ে পড়ে হয়ে গেছে সার--
তবুও ঐ প্রলোভনের খতে ভেজা মেয়েটি
লিখে দেয়নি তার দু'ফোটা জলের ঠিকানাটি।
প্রলোভনে প্রলোভনে খুঁজেছি এদিক-ওদিক,
এপার-ওপার,সেপারে আকাশ বুক মেঘেতে আধার,
দেখেছি ও মুখে প্রশান্ত সমীর
কখনো অন্যরূপ দুরন্ত যাযাবর,
শুধুবা তীব্র ভাড়ে গোমড়া গম্ভীর,
কিংবা বহু আরম্বড়ে ভীষণ স্থির ।
কোথাও সূদীর্ঘ কালো কেশ
পরতে পরতে ধূসরে ধূসরিত পূর্বাচল
অথবা হঠাত্ হন্তো দন্তো ছায়া রাশে
ছায়াব্ত অরণ্য হিমাচল ।
তবুও..মেঘদূতের কাছথেকে ভেজা মেয়েটির
কয়েকফোটা জল পেলনা কোন ছাড়
কোন বেলাতেই...!!
তাই এবেলা ওবেলা সেবেলা সববেলা
শ্রাবণের প্রলোভনে হয়ে রইল শুধু
অবেলা আর অবেলা ।।শ্রাবণের প্রলোভনে কেটেছে দিবস-দিন,
এবেলা ওবেলা সেবেলা সাঁঝবেলা সারাবেলা
সব বেলা পড়ে পড়ে হয়ে গেছে সার--
তবুও ঐ প্রলোভনের খতে ভেজা মেয়েটি
লিখে দেয়নি তার দু'ফোটা জলের ঠিকানাটি।
প্রলোভনে প্রলোভনে খুঁজেছি এদিক-ওদিক,
এপার-ওপার,সেপারে আকাশ বুক মেঘেতে আধার,
দেখেছি ও মুখে প্রশান্ত সমীর
কখনো অন্যরূপ দুরন্ত যাযাবর,
শুধুবা তীব্র ভাড়ে গোমড়া গম্ভীর,
কিংবা বহু আরম্বড়ে ভীষণ স্থির ।
কোথাও সূদীর্ঘ কালো কেশ
পরতে পরতে ধূসরে ধূসরিত পূর্বাচল
অথবা হঠাত্ হন্তো দন্তো ছায়া রাশে
ছায়াব্ত অরণ্য হিমাচল ।
তবুও..মেঘদূতের কাছথেকে ভেজা মেয়েটির
কয়েকফোটা জল পেলনা কোন ছাড়
কোন বেলাতেই...!!
তাই এবেলা ওবেলা সেবেলা সববেলা
শ্রাবণের প্রলোভনে হয়ে রইল শুধু
অবেলা আর অবেলা ।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৩