লোগোর ব্যাপারে আমার একটি প্রস্তাব আছে। যারা যারা লোগো ডিজাইন করতে চান তারা সবাই যেকোন একজন বিচারকের কাছে লোগো সাবমিট করুন। বিচারক সব লোগো গুলো নিয়ে একটি পোস্ট করুন। তাতে ডিজাইনারের নাম থাকবে না। সবাই ভোট দেয়ার পর যে লোগোটি নির্বাচিত হবে সেটি নিয়ে সর্বশেষ একটি পোস্ট করবেন বিচারক। সেখানে ডিজাইনারের নাম প্রকাশিত হবে। যে লোগো গুলো নির্বাচিত হবে না সেগুলোর ডিজাইনারদের নাম ও প্রকাশ করা হবে। তবে কে কোনটা করেছেন সেটা উল্লেখ থাকবে না।
এতে দুটো সুবিধা আছে আমি মনে করি।
এক. লোগো নির্বাচনে সবাই মন খুলে ভোট দিতে পারবে।
দুই. নির্বাচিত না হলে ডিজাইনারদের মন খারাপ হবে না।
আমি এই লোগোটি কৌশিক ভাইকে মেইল করে দিচ্ছি।
আপনারা যারা লোগো ডিজাইন করতে চান তারা কৌশিক ভাইকে মেইল করে দিতে পারেন।
কৌশিক ভাই আপনার মেইল এড্রেস প্লিজ। পোলাপাইন আপনার দিকে চাইয়া রইছে।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০