somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সান্ধ্য এমবিএ: কেন করবেন, কোথায় করবেন?

১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক চাকরিতেই এখন এমবিএ ডিগ্রি অপরিহার্য। পদোন্নতির ক্ষেত্রেও ডিগ্রিটি এখন হয়ে উঠছে অন্যতম বিবেচ্য। চাকরিপ্রার্থী, চাকরিজীবী বা অনিয়মিত শিক্ষার্থীরাও তাদের সুবিধাজনক সময়েই নিতে পারেন এমবিএর মতো ডিগ্রি। সন্ধ্যাকালীন এমবিএর বিস্তারিত জানাচ্ছেন আরিফ আরমান

আমাদের দেশের শিক্ষার্থীদের কাছে এমবিএ বা মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চাহিদা দিন দিন বেড়েই চলছে। বর্তমান বিশ্বে এমবিএ প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনায় সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে এরই মধ্যে বেশ কয়েকটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়মিতর পাশাপাশি চালু করা হয়েছে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম।

কেন সন্ধ্যাকালীন এমবিএ
সন্ধ্যাকালীন প্রোগ্রাম অনেক শিক্ষার্থীকে এমবিএ করার একটি আলাদা পথ করে দিয়েছে। জীবনের নানা ব্যস্ততায় স্নাতক শেষ করার পর যাঁরা এমবিএ করতে পারেন না তাঁদের জন্য সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রাম বাড়তি সুযোগ সৃষ্টি করেছে।

ক্লাসের সময় ও কোর্স
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামের ক্লাস পরিচালিত হয়। নিয়মিত ও এক্সিকিউটিভ_দুটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের ভর্তি করা হয়। শুধু চাকরিজীবী এবং অনিয়মিতরা এক্সিকিউটিভ ক্যাটাগরিতে ভর্তি হতে পারেন। দুই বছর মেয়াদি এই প্রোগ্রামে ২০টি কোর্স করতে হয়। প্রতিটিতে তিনটি করে মোট ৬০টি ক্রেডিট রয়েছে। বিশ্ববিদ্যালয় ভেদে সময় ও কোর্স সংখ্যার পার্থক্য রয়েছে।

কোথায় পড়বেন
সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম রয়েছে। বছরের বিভিন্ন সময়ে এই প্রোগ্রামে ভর্তি হওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য অনুষদের অধীনে ৮টি বিষয়ে সন্ধ্যাকালীন এমবিএ পড়া যায়। এগুলো হচ্ছে_ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল বিজনেস। সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী সহিদুর রহমান জানান, প্রতিবার ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। কিন্তু আসনসংখ্যা সীমিত থাকায় সবাইকে সুযোগ দিতে পারি না। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও (আইবিএ) সন্ধ্যাকালীন এমবিএ পড়ার সুযোগ রয়েছে। আইবিএ-র পরিচালক ড. মোখলেসুর রহমান বলেন, যারা বিভিন্ন পেশায় কর্মরত শুধু তাদেরই এখানে ভর্তির সুযোগ থাকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অর্থনীতি, ব্যবস্থাপনা, রিসার্চ মেথোডলজি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স, ফিন্যান্স, মার্কেটিং বিষয়ে এমবিএ করা যায়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে বাণিজ্যের প্রায় সব বিষয়ে সান্ধ্যকালীন এমবিএ করার সুযোগ রয়েছে। এ ছাড়া ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন এমবিএ পড়া যায়।

ভর্তির যোগ্যতা ও সময়
যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করা শিক্ষার্থীরা সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারেন। এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষার ফলাফলে পৃথকভাবে জিপিএ-২.৫ থেকে ৩ থাকলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীনে প্রতিবছর মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবরে দুটি সেমিস্টারে পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ফেব্রুয়ারি-মার্চের মধ্যে সন্ধ্যাকালীন এমবিএ-তে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বছরে তিনবার জানুয়ারি, মে ও সেপ্টেম্বর মাসে সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামে নিয়মিত এবং এক্সিকিউটিভ কোর্সে ভর্তি করা হয়। এসব বিশ্ববিদ্যালয়ে প্রতি সেমিস্টারে গড়ে ৮০-১০০ জন ভর্তির সুযোগ পান।

কেমন খরচ হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রায় দুই লাখ টাকা, বাণিজ্য বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের এক লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খরচ হয় ৭০ হাজার টাকা। এ ছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই লাখ ৫০ হাজার থেকে তিন লাখ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেড় থেকে দুই লাখ, ব্র্যাক ইউনিভার্সিটিতে দেড় থেকে তিন লাখ পঁচিশ হাজার, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের তিন লাখ ৫০ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ ৮০ হাজার, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের দুই লাখ ৬২ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে নিয়মিতদের দুই লাখ ১৬ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের এক লাখ ৬৩ হাজার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের দুই লাখ ৯৬ হাজার এবং এক্সিকিউটিভ শিক্ষার্থীদের দুই লাখ ১৪ হাজার টাকা খরচ হয়।

সন্ধ্যাকালীন এমবিএ করা যায় এমন কিছু বিশ্ববিদ্যালয়


ঢাকা বিশ্ববিদ্যালয়
ডিন অফিস, বাণিজ্য অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ৮৬৩২৯৫, ৯৬৬১৯২০-৭৩/বর্ধিত : ৪৩৬০

রাজশাহী বিশ্ববিদ্যালয়
পরিচালক, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ),
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ফোন : ০৭২১-৭৫১৫০৮, ৭৫০০৪১-৯/বর্ধিত : ৪১৬৭

নর্থ সাউথ ইউনিভার্সিটি
প্লট : ১৫, ব্লক : বি, বারিধারা, ঢাকা। ফোন : ৮৮৫২০০০

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
বাড়ি : ৮৩/বি, সড়ক : ৪, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। ফোন : ৯৮৯০৪১৫, ৮৮১৫৩৮৬

ব্র্যাক ইউনিভার্সিটি
৬৬ মহাখালী, ঢাকা
ফোন : ৮৮২৪০৫১-৪, ৮৮৫৩৯৪৮-৯

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
৪৩, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা
ফোন : ৮৮১১৩৮১, ৯৮৮২৩০৮

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
বাড়ি : ৫৬, সড়ক : ৪/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ৯৬৬১২৫৫, ৯৬৬১৩০১

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
বাড়ি : ৮০, সড়ক : ৮/এ, সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন : ৯১২৫৯১২-

সূত্র: দৈনিক কালের কণ্ঠ
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?

লিখেছেন শিশির খান ১৪, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৭:৪১


স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন

বিড়াল নিয়ে হাদিস কি বলে?

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৪



সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪১





বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন

লিখেছেন শাহ আজিজ, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩২



জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন

=বেলা যে যায় চলে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৯



রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।

সব কী... ...বাকিটুকু পড়ুন

×