একটা গল্প শুনেন।

সে অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিল এক রাজা। আর ছিল তার ২ ছেলে। ২ ছেলেরই ইচ্ছা রাজাসনে বসার। অপেক্ষায় আছে কখন বুড়া বাপ মারা যাবে। এদিকে শুধু ২ ছেলেই না পাশের রাজ্যের রাজাও অপেক্ষায় আছে কখন বুড়া রাজা মরবে। নতুন রাজা ঠিকমত ক্ষমতা বুঝে নেয়ার আগেই আক্রমণ করবে

অপেক্ষা একসময় প্রায় শেষ হয়ে এল। বুড়া রাজা মৃত্যুশয্যায়

২ বুড়া সলা করতে থাকল কিভাবে নেয়া যায় রাজপুত্রদের বুদ্ধিপরীক্ষা। তারপর তারা ঠিক করল ২ জনকেই দেয়া হবে ১০০০ বোতল ওয়াইন

গল্প তো শুনলেন। এইবার ধরেন আপ্নিই সেই রাজপুত্র। আপ্নের অনুগত সহচর বাহিনী আছে। তাদের কইলেই তারা নিজেরা খায়া টেস্ট কইরা দিবে মদ ক্যামন। সবচেয়ে কম কত জন্রে খাওয়াইয়া ২৪ ঘন্টার মধ্যে ক্যম্নে বাইর করবেন কোনটা বিষাক্ত? বের করতে পারলে আপনি পায়া যাবেন অর্ধেক না পুরা সাম্রাজ্য। সাথে চাইলে পাশের রাজার আক্রমণ ঠেকায়ে সুন্দরী রাজকন্যা
