শালার সেইমাপের একটা হোটেল ছিল আমার। ঝামেলায় পইড়া হোটেলটা হারাইতে হইতেসে মনে হয়। আপ্নারা কি কেউ পারবেন আমার ঝামেলাটার সমাধান দিতে?
কাহিনীগুলা খুইলাই বলি।
হইসে কি আমার যেই হোটেলটা ছিল ওইটা ছিল ৫ স্টার হোতেলের চেয়েও স্পেশাল। ওইটার স্পেশালিটি ছিল তাতে অসীম সংখ্যক রুম ছিল, আর ব্যাবসাও ছিল চরম। তো একদিন সকালবেলায় উইঠা দেখি আমার হোটেলের সবগুলা রুম ভর্তি( হে হে কি চালু দেখসেন তো অসীম সংখ্যক রুম ভইরা ফালাইসি


যাক আমি তার বুদ্ধি শুনে ন্যাতারে রুম দিতে পারলাম সেদিনের মত ঝামেলা মিটল। কিন্তু পরেরদিন আবার লাগল ক্যাচাল এইবার নেতা তার অসীম সংখ্যক শিষ্য নিয়া আসছে তাদের সবাইরেও জায়গা দিতে হইব । আমি তাড়াতাড়ি গেলাম সেই কর্মচারীরে খুজতে কিন্তু ততদিনে সে ছুটিতে চলে গেসে।
এখন ভাই আপ্নারাই ভরসা। জলদি বলেন কর্মচারী আগে কি বুদ্ধি দিসিল আর এখন কি করা যায়



সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯