৫ চোর একবার হানা দেয় গ্রামের জমিদারবাড়ী । রাতভর সিদঁ কেটে তারা নিয়ে আসে ১০০টি স্বর্ণমূদ্রা। কিন্তু তারপরেই শুরু হল সমস্যা। স্বর্ণমুদ্রা কিভাবে ভাগ হবে তা নিয়ে শুরু হল ব্যাপক হাউকাউ। অবশেষে সবচেয়ে ঘাগু চোর একটা বুদ্ধি পাইল।
সিদ্ধান্ত হল বয়স ক্রমে একেকজন চোর প্রপোজ করবে কে কয়টা স্বর্ণমুদ্রা পাবে,আর অন্যরা তার পক্ষে বা বিপক্ষে ভোট দিবে। ভোটে যদি প্রস্তাবনা টিকে যায় তাহলে সেই অনুসারে ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু যদি না টিকে তাহলে যে প্রস্তাব দিয়েছে তার কল্লা কাটা যাবে।
প্রিয় পাঠক আপনিই হলেন সেই চোর যে প্রথম প্রস্তাব দেবে। কিভাবে ভাগ করবেন আপনি? কি প্রস্তাবই বা দেবেন? প্রস্তাব পাস না হলে কিন্তু হারাতে হবে সাধের কল্লাটাকে

গুড লাক ফ্রেন্ড

বিঃদ্রঃ ৫ জন চোরই সুপার বুদ্ধিমান এবং ৫ জনই খুবই লোভী। যে প্রস্তাব দেবে সে ভোট দিতে পারবেনা এবং কোন প্রস্তাবে সমান সমান ভোট পরলে প্রস্তাব পাস হয়ে যাবে।
ও, আর ৫ জনের কেউই মরতে চায়না

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯