কোন এক বিকালে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছেন। বের হয়েছেন অজানার পথে। যেতে যেতে একসময় পৌছালেন এক অচেনা ভুবনে । সামনে চলে গেছে ২টি রাস্তা আর ২ রাস্তায় আছে ২ প্রহরী।
কিছু খোজখবর নিয়ে জানা গেল একটা রাস্তা হচ্ছে স্বপ্নপুরীর রাস্তা আরেকটা পাতালপুরীর । শুধু তাই না, ২ প্রহরীর একজন সদা সত্যবাদী আরেকজন ডাহা মিথ্যাবাদী।
আপনাকে সুযোগ দেয়া হল যেকোন একজনকে একটা প্রশ্ন করার।
কিভাবে বের করবেন কোনটা স্বপ্নপুরীর পথ কোনটা পাতালপুরীর?(মনে কইরেন না আপনি একটা প্রশ্ন করবেন আপনার বন্ধুরা একটা করে প্রশ্ন করবে

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০