এটা অনেক খুশির খবর যে, ইন্টারনেট বিশ্বে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ বাংলা লেখার প্লাটফর্ম সামহয়্যার ইন ব্লগ খুলে দেয়া হয়েছে আজ ২৪ অক্টােবর। খবরটি শুনেই কেমন যেন একটা ভালোলাগা কাজ করছে। কেননা এই ব্লগের সঙ্গে আমাদের হারানো অতীতের স্মৃতি জড়িত।
আজ থেকে এক যুগ পূর্বে যখন ফেসবুক অতোটা জনপ্রিয় ছিলো না তখন মত প্রকাশের একমাত্র নির্ভরযোগ্য ও বহুল প্রচারিত মাধ্যম ছিলো এটিই। এই ব্লগের এতোটাই জনপ্রিয়তা ছিলো যে, কোন কোন জাতীয় দৈনিকে প্রকাশিত কোন নিউজের চেয়ে এই ব্লগের লেখা অনেক বেশি মানুষ পড়তো এবং আলোচিত হতো।
একটি স্বাধীন দেশে মুক্তচর্চার এরকম প্লাটফর্ম পেয়ে সে সময় আমরা বেশ পুলকিত ছিলাম। সামহয়্যার ইন ব্লগের জনপ্রিয়তা দেখে পরে আরো অনেক ব্লগ চালু হয়েছিলো কিন্তু সব বিষয়ে মত প্রকাশের উন্মুক্ত মাধ্যম হিসেবে সামহয়্যার ইন এর ধারে কাছেও কেউ ঘেষতে পারেনি। বরং আরো বেশি ব্লগ উন্মুক্ত হওয়ায় আমরা দেখেছি ধর্মবিরোধী একটি গোষ্টি তৈরি হয়েছিলো এবং ওইসব ব্লগে তারা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মতো অনেক বাজে লেখা প্রকাশ করে যার রেশ ধরে পরবর্তীতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। অনেক ব্লগারকে খুন করা হয়। এদিক দিয়ে গর্ব করা যেতে পারে সামহয়্যার ইন ব্লগকে নিয়ে যে, তারা সেদিকে গাঁ ভাষায়নি। বরং বলা যেতে পারে, সামহয়্যার ইন ব্লগের মতো সুস্থ মত প্রকাশের প্লাটফর্ম থাকলে এ ধরণের ন্যাক্কারজনক পরিস্থিতি হয়তো এড়ানো যেতো।
অথচ দু:খের বিষয় হলো, নানা অভিযোগে বা বিনা অভিযোগে এরকম একটি জনপ্রিয় ব্লগকে বন্ধ করে রাখা হয়েছিলো দীর্ঘদিন! এসব দেখে আমাদের শঙ্কা ছিলো, আসলেও কি মত প্রকাশের স্বাধীনতা এদেশে আছে? এখন আমরা বলতে পারি কর্তৃপক্ষের বোধদ্বয় হয়েছে এবং তারা সঠিক পদক্ষেপটিই নিয়েছেন। এজন্য তাদেরকে ধন্যবাদ।
প্রিয় সামু ব্লগের শুভ কামনা করছি।