বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
গন্তব্য অসীমের পথে;
জানা নেই ঠিক কতটা সময়ের পর আবারও ফেরা হবে ?
কিংবা আদৌ হবে কিনা ফেরা ?
টুথপেস্ট, টুথব্রাশ, গামছা, লুঙ্গি, ট-শার্ট,
ল্যাপটপ আর মোবাইলটা সাথে নেয়ার কি কোন প্রয়োজন আছে ?
থাকনা নাহয় !
এ ভ্রমণ হোক তবে চতুষ্পদ প্রাণীদের মতো;
ওদেরতো কখনওই কোন বাহারী পোশাকের প্রয়োজন বোধ হয় না !
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের।
ভুল বানানে ভরা কবিতার যত ভুল ত্রুটি,
চাইলেই কী আর দুহাতে ছিঁড়ে ফেলা যায় ?
চন্দ্রবালিকার গর্ভে ভ্রূণের বিলাপ শুনি,
কাজল আলোয় অলস প্রেতের ঘুম ভাঙে আদিম নীড়ে;
উপরে তাঁর ধূলো মাখা ঘাসের নিঃশব্দ নৃত্যকারিগর।
বাইরে দাঁড়িয়ে বিধবার ঘোমটা টেনে অহর্নিশ রাত্রি জাগে,
যেতে হবে এখনি;
বড় বেশি অবেলায় সময় এসেছে প্রস্থানের,
ভাল থেকো তোমরা যত অশ্রুর সম্ভাষণ।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩