একমুঠো আশ্বাস নিয়ে বেঁচে আছে
মানুষ জাতি রকমারি পৃথিবীতে;
প্রতিটি নিশ্বাসে মিশে আছে
বর্ণহীন মৃত্যুর উৎকট গন্ধ,
যেতে হবে মৃত্যুর দেশে
মৃত্যুর পালকিতে চড়ে,
জীবনের ওপারে;
ইহকালের মর্মবাণী বুঝে নিয়ে;
পরকালের সর্বশেষ ইশতিহারের খোঁজে,
নিস্পলক সময়ের অন্তিম লগ্নে,
ক্ষণিকের নীরব সমাধীর আঁধারে।
তবুত মানুষ জাতির আছে
খানিকটা সময় জীবনের সাদ গ্রহন করে,
রকমারি পৃথিবীর আলিঙ্গনে;
বেঁচে থাকার একমুঠো আশ্বাস,
মৃত্যু প্রতীক্ষা,
মৃত্যু আকাঙ্ক্ষা,
মৃত্যু ভীতি।
যখন পৃথিবীর মৃত্যু পৃথিবী বরন করে নেবে;
তখন মানুষ জাতিও মৃত্যুর আঁধারে হারিয়ে যাবে।
তবুত মানুষ জাতি পুনরায় বেঁচে উঠবে
পরকালের সর্বশেষ ইশতিহারের খোঁজে,
কেবল রকমারি পৃথিবী পুনরায় বেঁচে উঠবেনা
মানুষ জাতির আশ্রম হয়ে।
মানুষ জাতিকে যেতে হবে
নিজ – নিজ অন্তিম গন্তব্যে,
চির স্বর্গে কিম্বা চির নড়কে,
মৃত্যুর আঁধার পেড়িয়ে;
মৃত্যুর ওপারে,
জীবনের ওপারে।
১৫/০৯/১৯৯৯
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ব্লগার ইমন জুবায়ের ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় ।
নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া যেন পায়।