এই মুহুর্তে ২০২৪ সালে এসে বাংলাদেশের জনসংখ্যা আসলে কত ? সতের কোটি ? আঠারো কোটি ?
১,৪৭,৫৭০ বর্গকিলোমিটারের একটা দেশে এত বেশি সংখ্যক জনগন পৃথিবীর খুব কম দেশেই থাকে। আমাদের অনেক সমস্যা। অনেক সংকট। এই সংকটের মধ্যেও আমরা এত বিপুল জনসংখ্যা নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের রাজনৈতিক সংকট যেমন আছে, তেমনি আছে অর্থনৈতিক সংকট। দেশের একটা বিশাল জনগোষ্ঠী যারা তরুন, শিক্ষিত এবং বেকার অর্থাৎ কোন ফর্মাল চাকুরি এদের নাই। আমি বলছি না চাকুরিই করতে হবে। যে কেউ যেকোন বৈধ পন্থায় তার জীবিকা অর্জন করতে এবং চাকুরি হচ্ছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কিন্তু বৈধ পন্থা। একজন স্বাধীন কৃষক, একজন স্বাধীন হকার কিংবা একজন স্বাধীন ফ্রিল্যান্সারের মর্যাদা আমার কাছে একজন চাকুরের থেকে বেশি।
এটা অবশ্য আজকের এই 'আড্ডা' পোস্টের আলোচ্য বিষয় নয়। বাংলা ব্লগের শুরুর দিকে অবশ্য এই রকম আড্ডা পোস্টের প্রচলন ছিল। এই যাত্রায় ব্লগে নিয়মিত হয়ে অবশ্য এরকম আড্ডা পোস্ট তেমন একটা চোখে পরেনি। মানুষ এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসএপ বা মেসেঞ্জার গ্রুপে আড্ডা দিতে অভ্যস্ত। তবে ব্লগে আড্ডা এর চাইতে কোন অংশে কম মজার না।
গতকাল থেকেই ভাবছিলাম বাংলাদেশ নামের যে দেশটার আমরা নাগরিক সেই দেশটার তো অনেক সমস্যা। কিন্তু মূল সমস্যা কোনগুলো। রাজনীতির সাবেক ছাত্র হওয়ায় সব কিছুই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বাতিক আমার রয়ে গেছে। যদিও সকল সমস্যার সমাধান রাজনৈতিক তবে এটা জরুরী না সকল সমস্যার উৎস একদম রাজনৈতিক সংকট থেকেই।
তাই ভাবলাম আপনাদের সাথে একটা আড্ডা দেই এটা নিয়ে। আপনারা কি ভাবেন ? প্রথম মন্তব্যটা না হয় আমিই করলাম।
এই মুহুর্তে বাংলাদেশের সংকটের জায়গাগুলো কি কি?
আমার দৃষ্টিতে এই মুহুর্তে স্বল্প মেয়াদে বাংলাদেশের সংকটের জায়গা হচ্ছে
১) বৈদেশিক মুদ্রার রিজার্ভ
২) ব্যাংকিং খাতে অনিয়ম
৩) দুর্বল বিরোধী দল
৪) সরকার ও রাষ্ট্রের কর্তৃত্ববাদীতা তথা এক হয়ে যাওয়া
৫) অতি মাত্রায় বিদেশ নির্ভরতা
৬) বাজার অব্যবস্থাপনা তথা দ্রব্যমূল্য
আপনারা এই প্রশ্ন ধরেও আলোচনা করতে পারেন কিংবা আপনার মতে কোন সংকটটা এই মুহুর্তে বাংলাদেশকে মানে আপনাকে আমাকে সবচেয়ে বেশি আক্রান্ত করছে সেটা নিয়েও মন্তব্য করতে পারেন। এই পোস্টের সুনির্দিষ্ট কোন সময়সীমা নেই। আলোচনার বিষয়বস্তুরও কোন সীমা নেই। তবে বাংলাদেশকে ফোকাসে রেখে আলোচনা করতে পারলে আমার মনে হয় আড্ডাটা জমবে।
[কাউকে ব্যক্তি আক্রমন করলে মন্তব্য মুছে দেয়া হতে পারে, সহব্লগারদের প্রতি সম্মান প্রদর্শন করেই আমরা আলোচনা করব এই শুভ কামনায়]
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২৪ রাত ৮:১৩