লাশ বাগানে নিত্য নতুন লাশ জমেছে ঐ
মাগো তোমার জনগনের সেবক গেল কই।
পথের ধারে মাঠে ঘাটে থোকায় থোকায় রক্ত জমে
লাশের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
মাগো তোমার বঙ্গবন্ধুর কন্যা গেল কই।
সেদিন থেকে কেন মা আর শান্তি আসে নাকো
শান্তির কথায় মুখোশ দিয়ে মুখটি কেন ঢাকো।
ঘড়ের বাইরে আসি যখন ভয়ে ভয়ে থাকি তখন
পথে ঘাটে কুত্তালীগ মা অত্র হাতে হাকে
আমি ডাকি পুলিশ কেন চুপটি মেরে থাকে।
বলনা মা শান্তি গেছে কোথায় আসবে আবার কবে
কাল যে আবার এমনি ভাবে হাজারটা খুন হবে।
লীগের মত সবাই যদি অত্র নিয়ে সন্ত্রস করে
তুমি তখন বাংলাদেশে কেমন করে রবে
আমিও সন্ত্রসী তুমিও সন্ত্রসী কেমন মজা হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:৫৯