বিডিনিউজ ব্লগ থেকে নেয়া এই উদ্যোগে দেশে বিদেশে থাকা বাংলা ভাষাভাষী অনেক ব্লগার চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। ব্লগারদের উপর দায়িত্ব ছিল তা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে দেওয়া। দেখুন ব্লগারদের পুরো কার্যক্রমের কিছু ছবি।
৫ই জুলাই রাত ১০টা ১০মিনিটে ৮ জন ব্লগার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন
১০ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদ
ব্লগারদের সাহায্যের আশায় অপেক্ষারত দুর্গত মানুষজন
কথা বলছেন, পশ্চিম মুক্তারকুল, খরুলিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ফরিদুল আলম
দুর্গত এলাকার মানুষজনের অভিযোগ
কথা বলছেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু
অপেক্ষারত অসহায় মানুষজন
দুর্গত মানুষজন সাহায্যের অপেক্ষায় লাইনে দাড়িয়ে
ব্লগাররা তাদের সাহায্য পৌঁছে দিচ্ছেন
দুর্গত এলাকার মানুষজনের অভিযোগ
বাঁকখালীতে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মানুষজনের সম্পদ, ঘরবাড়ী, গবাদিপশু
একজন স্থানীয় দেখাচ্ছেন বন্যার উঠা পানির উচ্চতা
কথা বলছেন, কক্সবাজার সদর ইউএনও আমির আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম
বাঁকখালীতে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মানুষজনের সম্পদ, ঘরবাড়ী, গবাদিপশু
এখনও বন্যার পানি গ্রামের ভেতর লেগে আছে, ছবি: ব্লগার আলোর সন্ধানে
প্রিয় ব্লগার এবং পাঠকগণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখেছেন যে, ব্লগারদের ত্রাণ বিতরণের ছবি পোষ্ট আকারে প্রকাশ করা হয়েছে। ব্যাপারটিতে নিতান্তই কিছু হাস্যকর বিষয় এবং নিজেদের কিছু নিচু মন মানসিকতা প্রকাশ পেয়েছে বা রাজনৈতিকদের মতো রাজনীতি করা হয়েছে, এমনটা ধারণা হওয়াই স্বাভাবিক। কিন্তু ব্যাপারটি সেরকম ছিল না। দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে বহু বাংলা ভাষাভাষী ব্লগার এই ত্রাণের টাকা পাঠিয়েছেন। স্বাভাবিক ভাবেই তারা এ ব্যাপারটি স্বচক্ষে দেখতে না পেয়ে ব্লগে দেখতে চান বা নিশ্চিত হতে চান। তাছাড়া ত্রাণ বিতরণে সবার পক্ষ থেকে শুধুমাত্র আটজন ব্লগার দুর্গত এলাকায় গিয়েছিলেন। তাঁদেরও বিষয়টি সবাইকে নিশ্চিত করার প্রয়োজন ছিল। তাছাড়া এ ধরনের ব্যাপারে স্বাভাবিক ভাবেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ব্লগাররা ছবি আকারে এই পোষ্টটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন যাতে জবাবদিহিতা নিশ্চিত হয়। এছাড়া এর অন্য কোন কারণ নেই। ধন্যবাদ।
আরও দেখুন:
ব্লগারদের নিয়ে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সঙ্গে কিছু ছবি (সংশোধিত)
ব্লগারদের নিয়ে ঘুরে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত সঙ্গে কিছু ছবি (ছবি পর্ব)
ব্লগারদের সাহায্য ও দুর্গত এলাকার সমস্যা
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে ব্লগারদের ত্রাণ সহায়তার কিছু ছবি
ব্লগাররা যাচ্ছেন দুর্যোগপূর্ণ এলাকায় ব্লগারদের সাহায্য নিয়ে
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৭:০৩