চট্টগ্রামে এ দর্শনীয় স্থান সমূহঃ
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট ছাড়া)
১. পতেঙ্গা সমুদ্র সৈকত
২. গোল্ডেন বীচ পতেঙ্গ
৩. ১৫ নং নেভাল এভেন্যু
৪. বিমান বন্দর
৫. ফইল্লাতলী সাগরের পাড় ও ম্যানগ্রোভ বন
৬. পোর্টের টোল সড়ক
৭. রেলওয়ে জাদুঘর
৮. ঝাউতলা আবহাওয়া ওফিস ও ব্র্যাক এর পাহাড়
৯. বাটালী পাহাড় (বিজয় স্তম্ভ)
১০. জিলাপী পাহাড়
১১. সিআরবি পাহাড়
১২. ডি সি হিল
১৩. কর্ণফুলী নতুন ব্রীজ
১৪. ফিরিঙ্গিবাজার ব্রীজ ঘাট/ফিসারী ঘাট (নৌ-ভ্রমন পিয়াসুদের জন্য)
১৫. জাতীয় সংঘ পার্ক (পাচলাইশ)
১৬. বিপ্লব উদ্যান (২নং গেইট)
১৭. সানসেট পয়েন্ট ভাটিয়ারী ও ভাটিয়ারী লেক।
১৮. ওয়ার সিমেট্রি
১৯। কাঠগড় বীচ
২০। অভয়মিত্র ঘাট ( নেভাল ২ নামে পরিচিত)
২১। ফিরিঙ্গি বাজার মেরিন ড্রাইভ।
চট্টগ্রাম শহরের ভিতর দর্শনীয় স্থান সমূহঃ(টিকেট/পারমিশন প্রয়োজন)
১. ফয়েজ লেক
২. চিড়িয়া খানা
৩. মিনি বাংলাদেশ
৪. কাজীর দেওরী শিশু পার্ক
৫. আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক
৬. বাটারফ্লাই পার্ক
৭. ভাটিয়ারী গলফ ও কান্ট্রি ক্লাব (আর্মি পারমিশন প্রয়োজন)
৮। ক্যাফে ২৪ ভাটিয়ারি
শহরের কাছাকাছি একদিনের ভ্রমন এ যাওয়া সম্ভব এমন দর্শনীয় স্থান সমূহঃ
১. কাপ্তাই
২. রাঙ্গামাটি
৩. বান্দরবন
৪. সীতাকুণ্ড
৫. মুহুরি প্রজেক্ট ফেনী
৬. মহামায়া রবার ডেম প্রকল্প মিরসরাই
৭. সহস্র ধারা ঝর্না বড় দারোগাহাট, সিতাকুন্ড
৮. পারকি সমুদ্র সৈকত, আনোয়ারা
৯. বাশখালী বামের ছরা ইকোপার্ক
১০. চকোরিয়া ডুলাহাজরা সাফারী পার্ক।
১১. পিকনিক স্পট ঠান্ডাছড়ি
১২. রাঙ্গুনীয়ায় লিচুবাগানে পক্ষীশালা (শেখা রাসেল এভিয়ারি পার্ক) (প্রথম বাংলাদেশে দীর্ঘতম ক্যাবল কার সমৃদ্ধ )
১৩। খৈয়াছরা ঝর্ণা মিরসরাই
১৪। বোয়ালিয়া ঝর্ণা, বারইয়ারহাট।
ফটিকছড়িতে যে ১৭টি চা বাগান রয়েছে সেগুলো হচ্ছে-
১. কর্ণফুলি চা বাগান
২. কৈয়াছড়া চা বাগান
৩. উদালিয়া চা বাগান
৪. বারমাসিয়া চা বাগান
৫. এলাহীনুর চা বাগান
৬. রাঙাপানি চা বাগান
৭. আছিয়া চা বাগান
৮. নাছেহা চা বাগান
৯. দাঁতমারা চা বাগান
১০. নিউ দাঁতমারা চা বাগান
১১. হালদা ভ্যালী চা বাগান
১২. পঞ্চবটি চা বাগান
১৩. মা জান চা বাগান
১৪. মোহাম্মদ নগর চা বাগান
১৫. নেপচুন চা বাগান
১৬. রামগড় চা বাগান।
বাংলাদেশ টি বোর্ডের দেয়া তথ্যসুত্র
চট্টগ্রাম এর আশেপাশে এমন আরও অনেক দর্শনীয় স্থান আছে কারো জানা থাকলে কমেন্টে উল্লেখ করবেন লিষ্ট এ যোগ করে দেব।
কার কোন স্পটে যাওয়া হয়েছে এবং কোনটি বাকি আছে কমেন্টে উল্লেখ করেন।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৩