যখন তোমার সাথে আমার প্রথম পরিচয় হয় তখন আমি অনেক ছোট।ভালো লেগেছিল কিনা জানিনা তবে অন্য রকম একটা রোমাঞ্চ আনুভব করে ছিলাম।তারপর,দিন যেতে লাগল,আর আমি তোমার তত কাছে যেতে লাগলাম।কখনও কখনও বিরক্ত হতাম তোমাকে না বোঝার কারনে।তারপর ও তোমাকে ছেড়ে থাকিনি।তোমার সাথে আমার সম্পর্ক,তাই বাড়ীর বড়দের কাছে অনেক বকাঝকা শুনাটা ছিল স্বাভাবিক।আঞ্জন দত্ত ম্যরিয়েন মারি’র জন্য লিখেছিল ”কতো মার খেয়েছি,মুখবুঝে সয়েছি অন্যায় কতো অপবাদ।আর আমি তোমার জন্য।
তারপর আস্তে আস্তে বড় হলাম।বন্ধুদের সংখ্যা বাড়তে লাগল আর আমি তোমাকে উপেক্ষা করতে লাগলাম।কিন্তু তোমাকে ছেড়ে থাকাটা আমার পক্ষে অসম্ভব ছিল সেই সময়ে।তাই আল্প বিস্তর লেগে রইলাম।
তোমার আমার সবচে বেশি দূরত্ব টা তৈরি হয়েছিল মনে হয় এস এস সি পরীক্ষার পরপর।সবে ম্যাট্রিক পাশ করা একটা ছেলে যখন টঙ্গী ছেড়ে উত্তরার আসল তখন তার মনে হল সে পৃথিবীর রাজা।তোমার কথা একদম ভুলে গেলাম।এই উপেক্ষা তোমার ও সহ্য হলনা।এর পরিপ্রেক্ষিতে তোমার আমার ছাড়াছাড়ি হয়ে গেল।প্রায় এক বছর আমরা একজন আরেক জনের মুখ দেখা বন্ধ করে দিলাম।আমি আমার মতো,তুমি তোমার মতো।
তখন নিজের মাঝে একটা উপলব্ধি করতে পারলাম।তোমাকে ছাড়া হয়ত বেঁচে থাকা অর্থহীন।তাই আমি আবার তোমার পানে ছুটে গেলাম।কোন রিলেশন এর মাঝে যদি গ্যাপ চলে আশে তখন তা জোড়া লাগানো অনেক কষ্টকর হয়ে পড়ে। সেই কষ্ট টাও আমি করলাম।
যাইহোক আজ এতদিন পর তোমার কথা কেন বলছি???বলছি কারন এখনও আমি তোমার সাথে লেগে আছি!!!!মন থেকে একটা কথা বলি?!!!!তোমাকে এখন আর আমার ভালো লাগছে না!!!!সহ্য হচ্ছে না তোমাকে।প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন মনে পড়ে তোমার সাথে আরও একটি দিন কাটাতে হবে!!!!তখন কি যে বিরক্ত লাগে তা বলে বোঝাতে পারবনা।তাই তোমার কাছে আকুল আবেদন সহকারে একটা উত্তর চাই...............
হে লেখাপড়া!!!!! তুমি কবে আমার জীবন থেকে চিরতরে চলে যাবে???????!!!!!!!!!!!