CodersTrust সময়ের সাথে সাথে বাংলাদেশের Tech people বিশেষভাবে যারা freelancing করছেন বা করতে চাচ্ছেন তাদের কছে একটি পরিচিত নাম হিসেবে আবর্ভূত হয়েছে। আসলে CodersTrust কি করছে যে Netherlands থেকে Bangladesh এ আসার এক বছর যেতে না যেতেই এতটা পরিচিত হয়ে উঠেছে?
CodersTrust মূলত Odesk-Elance, Skype, Danida, GrameenSouation ইত্যাদি প্রতিষ্ঠানের সাহায্যপুষ্ট একটি প্রতিষ্ঠান। CodersTrust এর মূল লক্ষ্য বাংলাদেশে ১০০,০০০(এক লক্ষ) আইটি প্রফেশনাল তৈরি করা।
এখানকার শিক্ষা পদ্ধতি বাংলাদেশের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান/ট্রেনিং সেন্টার থেকে সম্পূর্ন আলাদা। যেহেতু CodersTrust আপনাকে ট্রেনিং দিবে এবং ট্রেনিং সম্পূর্ন হবার পর তারাই কাজ দিবে সে ক্ষেত্রে কাজ শেখার ব্যাপারে আপনি সম্পূর্ন নিশ্চিত থাকতে পারেন আপনি যে মেধারই হয়ে থাকেন না কেন আপানাকে তাদের দায়িত্বে তারা শিখিয়ে নেবে।
CodersTrust মূলত Web design and Development এবং Mobile apps development এর কোর্সসমূহ করাচ্ছে। অদূর ভবিষ্যতে আরও বেশ কিছু বিষয়ে প্রশিক্ষন দেয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে Daffodils International University CodersTrust এর সাথে যৌথভাবে কাজ করছে। Daffodils International University এর ছাত্ররা CodersTrust এ কোর্স করার সুযোগ পাচ্ছে।
নূন্যতম HSC পাশ যেকোন ব্যাক্তি CodersTrust এ কোর্স করার জন্য আবেদন করতে পারেন। CodersTrust এর সাথে দুইভাবে আপনি সম্পৃক্ত হতে পারেন। প্রথমতঃ পেইড কোর্স করতে পারেন। অর্থাৎ নিরধরিত ফি দিয়ে আপনি কোর্ করতে পারেন এবং কোর্স শেষে CodersTrust আপনাকে শতর্সাপেক্ষে কাজের ব্যবস্থা করবে।
দ্বিতীয়তঃ ফ্রি কোর্স করতে পারেন এবং এর জন্য শর্ত হল কোর্স শেষে CodersTrust যে কাজ দিবে তার থেকে আপনার যে আয় হবে তার একটা নির্দিষ্ট আংশ CodersTrust কেটে নিবে।
ভর্তি প্রক্রিয়াঃ-
ভর্তির জন্য নিচের লিংকে ভিজিট করুন-
CodersTrust -এ ভর্তির লিংক
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন-
ভিডিও
আপনার যেকোন প্রশ্ন থাকলে ফেসবুক গ্রুপে প্রশ্ন করতে পারেন-
ফেসবুক গ্রুপ
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৩