কি হবে এতো কিছু দিয়ে, যখন মন ভাল নেই...!
খুব অচেনা লাগে, ভেবে যাই তুমি কি সেই...?
এই ছোট্ট জীবনে কতো আয়োজন, কতো বাহানা...!
খুব ভাল লাগে ভাবতে, একদিন এই আমাকে আর পাবেনা...!
আমিও রক্ত মাংসের মানুষ, যন্ত্র হলে নাহয় মেনে নিতাম...!
ভুলেই যাব সব পিছুটান, ভুলে যেও আমি তোমাকে ভালবাসতাম...!
মানুষ নাহলেই বোধয় , ভাল ভাবে বাঁচতে পারতাম...
বিধাতাই ভাল জানেন, আমি কি কাউকে কোন দিন ভাল বাসতাম ...?
আর কী হবে, এই সব বাজে ভাবনা ভেব?
যে দুরের মানুষ, সে কী কখনও আপন হবে ?
অনেক দিন হয় হাউমাউ করে কাদিনা, ভুলে কী গেলাম ?
কেঁদে কী বা হবে, অনেক অশ্রু ঝরল, কী বা পেলাম ?
[ © আবেগহীন]