আজ মন ভাল নেই...!
সময়টা নভেম্বরের শেষের দিক।
শীত পড়ছে সবে। রাতুল বসে আছে ফুটপাতে।
হুট করে বৃষ্টি নামল। নভেম্বরের বৃষ্টি মানেই শীত নামানো বৃষ্টি।
ভিজতে ভালই লাগছে।
রস্তায় মানুষের ব্যাস্ততা।
বৃষ্টি নামায় তা আরও বেড়ে গেছে।
কী হয় গায়ে একটু পানি পড়লে ?
আজ নীলার সাথে রাতুলের ব্রেক আপ হয়েছে।
নীলা বৃষ্টিতে ভিজতে খুব ভালবাসত।
রাতুল বৃষ্টি তে ভিজতে পারত না।
রাতুলের এজমা আছে। বৃষ্টি তে ভিজলেই
হাপানির টান উঠে।
আজ ওসব কিছু মানছে না রাতুল।
ঠায় বসে আছে ফুটপাতে। ঝর ঝর করে
বৃষ্টি পরছে । চুল বেয়ে পানি নাক দিয়ে
গড়িয়ে পড়ে যাচ্ছে।
আজ সব বাধন ছিন্ন। কেউ আর বৃষ্টি র সময়
বলবে না- 'সোনা বৃষ্টি তে ভেজো না, ঠাণ্ডা লেগে যাবে'
এতো স্বপ্ন এতো আসা সব সামান্য ইগো এর কারনে
নষ্ট হয়ে গেল।
সাধারণ ব্যাপার। নীলা তার এক ফেস বুক ছেলে ফ্রেন্ডের
সাথে চ্যাট করেছে। চ্যাটে ঐ ছেলে নীলা কে প্রফাইল পিক টায় সেক্সি লাগছে বলেছে।নীলাও খুশি হয়ে আন্সার দিয়েছে।
রাতুল এটা নিয়ে নীলাকে জিজ্ঞাস করায় নীলা চটে যায়।
নীলা রাতুল কে চিপো মাইন্ডেড বলে।
আরও নানা কথা। শেষে নীলা আর স্টে করতে পারবে না
বলে দিয়েছে। এই হল অবস্থা।
ভালবাসার জন্য কীছুই ছাড় দিতে পারে নি নীলা।
কিন্তু ফেস বুক নামক মরিচিকার জন্য তার ভালবাসাকেই
বিসর্জন দিয়ে দিল নীলা।
আর রাতুল নীলা কে প্রচন্ড ভালবেসেও নীলাকে পেল না
এক বুক কষ্ট নিয়ে সে শীতের বৃষ্টি তে ভিজে ফিরছে।
যদি কষ্ট কমে এই আশায়।
.
.
.
.
.
[৭ দিন পর]
রাতুল এপোলো হাসপাতালে এক বুক অভিমান নিয়ে চলে যায়।
অতিরিক্ত ঠান্ডায় ফুসফুসে ইনফেক্সান হয় রাতুলের। ৩ দিন আই.সি.এউ এ থাকে সে। পরে মারা যায়।
নীলা তার মত ভাল থাকে। ভাল থাকে তার ফেস-বুক। ভাল থাকে তার মিথ্যা প্রশংসা করা ভার্চুয়াল ফ্রেন্ড।

আলোচিত ব্লগ
আঁচলে বাঁধা সংসার
আমি তখন কলেজে পড়ি। সবেমাত্র যৌথ পরিবার ভেঙে মায়ের সঙ্গে আমাদের ছোট্ট একটা সংসার হয়েছে। নতুন সংসার গুছিয়ে নিতে, মা দিনের প্রায় সবটা সময় ঘরকন্নার কাজে পার করে দিতেন। ঘরের... ...বাকিটুকু পড়ুন
প্রেমিকাকে বা বউকে প্রেম নিবেদনের জন্য সেরা গান
নীচের দেয়া গানটাতে হিন্দি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবী এবং ইংরেজি ভাষায় প্রেম নিবেদন করা হয়েছে। নীচে গানের লিরিক্স এবং বাংলা অর্থ দিলাম। আশা করি গানটা সবার ভালো লাগবে। এই হিন্দি... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৫৩
কেন জানি মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে।
কিছুই ভালো লাগছে না। ইচ্ছা করছে ঘোড়ায় চড়ে রাস্তায় বেরিয়ে পড়ি। হাতে থাকবে চাবুক। যেখানে অন্যায় দেখবো লাগাবো দুই ঘা চাবুক। সমস্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
একটি ঐতিহাসিক দিন: বাল সাম্রাজ্যের পতন
প্রিয় পাঠক, গতকাল ১০ মে ২০২৫। এই দিনটি কোনো সাধারণ দিন ছিল না। এটি ছিল ঐতিহাসিক এমন একটি দিন, যা বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন
ভারতের পুশইন : বাংলাদেশ কে Human dumping station বানানোর অপকৌশল !
ভারতের দিল্লি যখন ইসলামাবাদের দিকে ক্ষোভের তীর ছুঁড়ছে, তখন সেই ধূলিঝড়ে ঢাকা তেমন দৃশ্যমান নয়—তবে নিঃশব্দে এক অস্থির আগুন ছড়িয়ে পড়ছে সীমান্তের ঘাসে। সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার ছায়ায়, বাংলাদেশ সীমান্তে শুরু... ...বাকিটুকু পড়ুন